‘হোক কলরব’ ঘিরে নতুন বিতর্ক, রাজ চক্রবর্তীকে আইনি নোটিশ

রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’ নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এর আগে ছবির টিজারের একটি সংলাপ ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবার ছবি মুক্তির পর নতুন করে আইনি জটিলতায় জড়ালেন পরিচালক।

কিছুদিন আগে প্রকাশিত টিজারের একটি দৃশ্যে আইপিএস অফিসারের ভূমিকায় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, “নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী।

না, আমি ঝুলি না, ঝোলাই!” এই সংলাপ ঘিরে নেটপাড়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই অভিযোগ করেন, এতে বিপ্লবী ক্ষুদিরাম বসুকে অবমাননা করা হয়েছে।

এর মধ্যেই শুক্রবার প্রেক্ষাগৃহে ছবি মুক্তি পেতেই নতুন করে বিপাকে পড়েছেন রাজ চক্রবর্তী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অভিষেক বিশ্বাস পরিচালককে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন।

সেই নোটিশের কপি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশও করেছেন।

অভিষেক বিশ্বাসের অভিযোগ, ছবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এমন কিছু দৃশ্য দেখানো হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। 

নিজের পোস্টে তিনি লেখেন, “সম্প্রতি ‘হোক কলরব’ নামের একটি সিনেমায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে নানাভাবে মিথ্যাচার করা হয়েছে- যা ট্রেলার ও টিজার দেখলেই স্পষ্ট।

বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে পেট্রল বোমা ছোড়া বা থানায় আগুন লাগানোর মতো মারাত্মক অপরাধ দেখানো হয়েছে।

অথচ বিগত ৫০ বছরের ইতিহাসে শান্তিপূর্ণ আন্দোলন বা মিছিল ছাড়া এমন ঘটনার কোনও নজির নেই।”

তিনি আরও জানান, একজন প্রাক্তনী হিসেবে বিশ্ববিদ্যালয়ের মানহানির প্রতিবাদ জানাতেই তিনি ব্যক্তিগতভাবে আইনি নোটিশ পাঠিয়েছেন। একই সঙ্গে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) এবং অন্যান্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাকেও বিষয়টি জানানো হয়েছে।

নিজের আবেগের কথা তুলে ধরে ওই প্রাক্তন শিক্ষার্থী লেখেন, “আমি ভগবানে বিশ্বাস করি, কিন্তু মূর্তি পূজায় নয়। আমার কাছে মন্দির একটাই- যাদবপুর বিশ্ববিদ্যালয়।

সারা বাংলা ও ভারতের বহু পড়ুয়া আজও স্বল্প খরচে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে যাদবপুরের জন্য। সারাক্ষণ যদি সিনেমায় দেখানো মতো কাজই চলত, তাহলে পড়াশোনা হত কখন? শিল্পীর স্বাধীনতা থাকুক, কিন্তু মিথ্যা ছড়ানো নয়।”

উল্লেখ্য, ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’। প্রায় এক দশক আগে যে স্লোগানকে ঘিরে রাজ্যের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান উত্তাল হয়েছিল, সেই ‘হোক কলরব’ শব্দবন্ধকেই কেন্দ্র করে ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে গল্প বুনেছেন পরিচালক।

যদিও রাজ চক্রবর্তী আগেই দাবি করেছেন, ‘হোক কলরব’ মানেই রাজনীতি নয়, তবুও ছবির বিষয়বস্তু ও উপস্থাপনা নিয়ে বিতর্ক ক্রমেই জোরালো হচ্ছে। মুক্তির পর এই আইনি নোটিশ সেই বিতর্ককে আরও নতুন মাত্রা দিল বলেই মনে করছেন অনেকে।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বেনাপোল দিয়ে ১২৫ টন বিস্ফোরক আমদানি Jan 24, 2026
img
নির্বাচন বানচাল করতে একটি গুপ্তচর দল নানাভাবে ষড়যন্ত্র চালাচ্ছে: শামীম তালুকদার Jan 24, 2026
উপদেষ্টাকে ‘উপদুষ্টু’ বলেই থামলেন না শাওন Jan 24, 2026
৫৪ বছরের জঞ্জাল দেড় বছরে পরিষ্কার সম্ভব নয় Jan 24, 2026
নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি ছাপিয়ে অভিযোগের রাজনীতি Jan 24, 2026
চীনের ওপর আর আধিপত্য নয়, ভারসাম্য চায় যুক্তরাষ্ট্র Jan 24, 2026
ট্রাম্পের কঠোর সমালোচনার জবাবে কী বললেন মার্ক কার্নি? Jan 24, 2026
সিরাজগঞ্জের খামারিদের প্রতি অবিচার করেছে পূর্বের সরকার Jan 24, 2026
img
শহিদ কাপুরের স্ত্রীকে নায়িকা হওয়ার প্রস্তাব দিলেন ফারাহ খান Jan 24, 2026
পাচার হওয়া টাকা নিয়ে যা বললেন জামায়াত আমির Jan 24, 2026
img
কঠিন পরিস্থিতিতে ভোট করছি, নিরাপত্তা চাই: জিএম কাদের Jan 24, 2026
img
মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে : মির্জা আব্বাস Jan 24, 2026
img
হাসান মোল্লার মৃত্যুতে মির্জা ফখরুলের গভীর শোক ও দুঃখ প্রকাশ Jan 24, 2026
img
প্রকাশ্যে হেনস্থার শিকার অভিনেত্রী মৌনী রায় Jan 24, 2026
img
চট্টগ্রামের পথে তারেক রহমান Jan 24, 2026
img

মির্জা আব্বাসকে

আমাকে ক্ষ্যাপাবেন তো হাফপ্যান্ট খুলে যাবে, হাংকিপাংকি করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী Jan 24, 2026
img
শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতাম : আন্দালিব রহমান পার্থ Jan 24, 2026
img
আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব : রুমিন ফারহানা Jan 24, 2026
img
৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র থানায় জমার নির্দেশ জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেটের Jan 24, 2026
img
‘হোক কলরব’ ঘিরে নতুন বিতর্ক, রাজ চক্রবর্তীকে আইনি নোটিশ Jan 24, 2026