বলিউড অভিনেত্রী মৌনী রায় এবার এক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হলেন। অনুষ্ঠান চলাকালে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী। দর্শকসারির কয়েকজন পুরুষ তার সঙ্গে অশালীন আচরণ করেন বলে দাবি করেছেন তিনি।
সম্প্রতি হরিয়ানার করনালে অনুষ্ঠান করতে গিয়েছিলেন মৌনী রায়। সেই অনুষ্ঠানেই মঞ্চে এক ভয়াবহ অভিজ্ঞতার শিকার হন।
ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী জানান, তিনি মঞ্চের দিকে যাওয়ার সময়ে বেশ কয়েকজন লোক ছবি তোলার অজুহাতে তার কোমর স্পর্শ করেন।
পোস্টে মৌনী রয় লেখেন, ‘গতকাল কর্নলে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানকার অতিথিদের আচরণে আমি অত্যন্ত হতাশ হয়েছি।
‘অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি যখন মঞ্চের দিকে যাচ্ছিলাম তখন দাদুর বয়সি দুইজন পুরুষ তাদের পরিবারের সকল পুরুষ আমার কোমরে হাত রেখে ছবি তোলেন।’
বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে মৌনি বলেন, ‘স্যার, দয়া করে আপনার হাত সরান। যদিও তারা বিষয়টি মোটেও ভালোভাবে নেননি।’
মঞ্চে ওঠার পরে পরিস্থিতি আরো খারাপ হয়। সামনে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি তাকে দেখে অশ্লীল মন্তব্য ও বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকেন।
এ নিয়ে মৌনী বলেন, ‘মঞ্চের ব্যাপারটা আরো ভয়ঙ্কর। দুইজন পুরুষ আমার সামনে দাঁড়িয়ে অশ্লীল মন্তব্য, অঙ্গভঙ্গি এবং গালিগালাজ করতে থাকেন। আমি বিষয়টা বুঝতে পেরে প্রথমে ভদ্রভাবে তাদের এরকম না করার অনুরোধ জানাই।
কিন্তু তাতেও কাজ না হওয়ায় তারা তার দিকে গোলাপ ফুল ছুড়ে মারতে শুরু করে। এছাড়া মঞ্চটি উঁচুতে ছিল এবং ওই ব্যক্তিরা নিচ থেকে অশালীন অ্যাঙ্গেলে ভিডিও করছিলেন।’
তিনি আরও জানান, মাঝপথে অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেও পরে আবার ফিরে এসে পারফরম্যান্স শেষ করেন।
এই ঘটনায় গভীরভাবে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত মৌনী জানান, ‘আমার মতো একজন প্রতিষ্ঠিত শিল্পীকে যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাহলে নতুন মেয়েরা কী অবস্থার মধ্যে দিয়ে যায়, তা কল্পনাও করা যায় না। আমি অপমানিত ও মানসিকভাবে বিপর্যস্ত। এই অগ্রহণযোগ্য আচরণের বিরুদ্ধে কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।‘
কেএন/টিকে