১০ দলীয় জোটের প্রার্থীর কাছে হিমশিম খাচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের শুরা সদস্য ডা. সুলতান আহমদ।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় এক নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন ডা. সুলতান আহমদ।
তিনি বলেন, ‘এখন বিএনপি কথা পায় না। এখন জাতিকে একতাবদ্ধের- ইত্যাদি কথা তাদের মনে আসে না। এখন তাদের মাথা ঘোলাটে হয়ে গেছে।’
জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারেক রহমানকে উদ্দেশ্য করে ডা. সুলতান আহমদ বলেন, ‘তাদের মাথা খারাপ হয়ে যাওয়াই স্বাভাবিক। বিএনপির সেক্রেটারি জেনারেল ঠাকুরগাঁও-১ আসনে সেখানে আমাদের তরুণ প্রার্থীর সামনে হিমশিম খাচ্ছেন। তারেক রহমান সাহেব ঢাকা-১৭ আসনের প্রার্থী। সেখানে আমাদের এক তরুণ প্রার্থী, আমার চেয়ে ১৫ বছরের জুনিয়র, তার সামনে হওয়াটাই তার জন্য এখন খুবই কঠিন।’
জনসভায় উপস্থিত স্থানীয় অধিবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা লক্ষ্য করে থাকবেন, পৃথিবীর অনেক বড় বড় দল, সংস্থা, সরকার জামায়াতে ইসলামীর সঙ্গে দেখা করে। জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে দেখা করে। আমাদের কোনোমতে ভাঙা কেন্দ্রীয় অফিসে তাদের বড় বড় গাড়ি নিয়ে আসে। তাদের একটা আকাঙ্ক্ষা, বাংলাদেশে যে দুর্নীতিমুক্ত সমাজ কায়েমের কথা- আমরা বলি, দুনিয়া বলে, দেশবাসী বলেন, সেটা জামায়াতে ইসলামীর নেতৃত্বেই সম্ভব।’
টিজে/টিএ