এনসিপির মূখ্য সমন্বয়ক (দক্ষিাণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই দেশের ভূমিপুত্ররাই এই দেশ শাসন করবে। কোনো প্রবাসী দিয়ে এই শাসন করতে পারবে না। যাদের এই দেশের মাটি, পানি ও মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই সেই প্রবাসী-বিদেশিদেরকে এই দেশের নীতি নির্ধারণে জায়গা দেওয়া হবে না।
শনিবার (২৪ জানুয়ারি) পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে বেলা ২টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের (দাঁড়িপাল্লা) প্রতীকের সমার্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখছি হুমকি ধমকি দেওয়া হচ্ছে, কেন্দ্র দখলের পায়তার চলছে। এই তরুণ প্রজন্ম কী বসে থাকবে? আমরা, এই তরুণ প্রজন্ম হাসিনাকে ভয় পায়নি। দুই পয়সার দাম দেয়নি। কেউ যদি মনে করে অপার সম্ভাবনার এই তরুণ প্রজন্মকে আবার কামান, পুলিশ ও মিলিটারি দিয়ে গুলি করে পেট্রল দিয়ে দমন করা হবে তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে অবস্থান করছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে উপস্থিত জনতাকে ভোট কেন্দ্রে গিয়ে ফজর নামাজ পড়তে বলেন তিনি।
হাসনাত বলেন, আপনাদেরকে যারা ভয় দেখাতে আসে মনে রাখবেন, তারা আসলে নিজেরাই ভয় পেয়ে গেছে। আমরা আমাদের মা-বোনদের নিয়ে ভোট কেন্দ্র পাহারা দেব। কেউ যদি আমাদেরকে ভোট দিতে নাও চায়, সে যেন নিরাপদে তার ভোট সে নিজেই দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। অনুষ্ঠানের বিশেষ অতিথি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী বলেন, আবারও নতুন করে ফ্যামিলি ও কৃষি কার্ড দেখানো হচ্ছে। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, যারা বাউফলবাসীকে কার্ড দেখাচ্ছেন আপনারা তাদেরকে লাল কার্ড দেখাবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার আমির মাওলানা মুহা. ইসহাক মিয়ার সভাপতিত্বে ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ উপলক্ষে সকাল থেকেই বাউফল পৌর সদরে বিভিন্ন এলাকা থেকে ব্যানার-ফ্যাস্টুনসহ জামায়াত ও জোট সমর্থিত নেতাকর্মীরা জড়ো হতে থাকে এবং হাজার হাজার জনসমাগমে বিকেল সাড়ে ৪টা নাগাত পাবলিক মাঠ ও তার আশপাশ কানায় কানায় ভরে যায়।
ইউটি/টিএ