ভারতের শিল্প ও বিনোদন অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে আম্বানি পরিবার। এশিয়ার শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির ব্যক্তিগত চিড়িয়াখানা ‘ভান্তারা’ ঘিরে এবার তৈরি হলো এক ব্যতিক্রমী বিলাসবহুল শিল্পকর্ম। ভান্তারার ভাবনা ও দর্শনকে উপজীব্য করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কোং তৈরি করেছে এক অনন্য রত্নখচিত ঘড়ি, যা ইতিমধ্যেই বিশ্বজুড়ে কৌতূহল সৃষ্টি করেছে।
এই বিশেষ ঘড়িটির কেন্দ্রে রয়েছে অনন্ত আম্বানির হাতে আঁকা একটি মূর্তি। চেয়ারে বসা সেই মূর্তির দুই পাশে স্থাপন করা হয়েছে একটি সিংহ ও একটি বেঙ্গল টাইগারের ভাস্কর্য। মূর্তির এক পাশে রয়েছে হাতির মুখ, যার ওপর বসানো হয়েছে ঘড়ির ডায়াল। পুরো নকশাটিই ভান্তারার প্রাণী সংরক্ষণ ভাবনাকে প্রতীকী রূপে তুলে ধরেছে। ঘড়িটিতে ব্যবহার করা হয়েছে হীরা, সবুজ স্যাফায়ার ও গারনেটসহ মোট তিন শত সাতানব্বইটি মূল্যবান পাথর, যা একে বিলাস ও শিল্পের অনন্য মেলবন্ধনে পরিণত করেছে।
ঘড়িটি উন্মোচনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নির্মাতা প্রতিষ্ঠান জানায়, এই টাইমপিস ভান্তারার প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে তৈরি করা হয়েছে। ডায়ালের মাঝখানে থাকা অনন্ত আম্বানির মূর্তিকে তুলে ধরা হয়েছে তত্ত্বাবধান ও দায়িত্ববোধের প্রতীক হিসেবে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ঘড়িটির দাম প্রকাশ করা হয়নি এবং এটি বিক্রির জন্য বাজারে আসেনি, তবে ঘড়িশিল্প সংশ্লিষ্টদের ধারণা অনুযায়ী এর মূল্য প্রায় পনেরো লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আঠারো কোটি টাকার বেশি।
গুজরাটের জামনগরে অবস্থিত ভান্তারা গড়ে উঠেছে রিলায়েন্সের জামনগর রিফাইনারি কমপ্লেক্সের সবুজ বেষ্টনীর ভেতরে প্রায় তিন হাজার পাঁচশ একর এলাকাজুড়ে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী উদ্ধার, সুরক্ষা ও পুনর্বাসন কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে সিংহ, বাঘ, হাতিসহ দুই হাজারের বেশি প্রজাতির প্রাণী রয়েছে। যদিও ভান্তারা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়, তবুও এর পরিসর ও আয়োজন বিশ্বজুড়ে আগ্রহের জন্ম দিয়েছে।
গত বছর এই চিড়িয়াখানাকে ঘিরে অবৈধভাবে প্রাণী সংগ্রহ ও দুর্ব্যবহারের অভিযোগ উঠে সংবাদমাধ্যমে। তবে সুপ্রিম কোর্টের নিযুক্ত একটি তদন্তকারী দল পরে কোনো অনিয়মের প্রমাণ পায়নি। ২০২৪ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে ভান্তারা উদ্বোধন করেন। একই বছরে অনন্ত আম্বানির জাঁকজমকপূর্ণ প্রাক্বিবাহ আয়োজনের অন্যতম প্রধান ভেন্যু হিসেবেও ব্যবহৃত হয় এই কেন্দ্রটি।
সেই আয়োজনেই ভান্তারা আন্তর্জাতিক মহলে আলোচনায় আসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের শীর্ষ তারকারা ছাড়াও কিম কারদাশিয়ান, রিহানা, বিল গেটস, মার্ক জাকারবার্গ, টনি ব্লেয়ার, বরিস জনসন, ইভাঙ্কা ট্রাম্প ও জ্যারেড কুশনারের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বরা। সব মিলিয়ে, ভান্তারা শুধু একটি চিড়িয়াখানা নয়, বরং আম্বানি পরিবারের বিলাস, প্রভাব ও বৈশ্বিক সংযোগের প্রতীক হিসেবেই নতুন করে পরিচিতি পাচ্ছে। আর সেই ভাবনাকেই এবার ঘড়ির ভেতর বন্দি করে ফেললেন অনন্ত আম্বানি।
আইকে/টিএ