যুক্তরাজ্যে ভারতীয় পরিবারগুলোতে কন্যাভ্রূণ গর্ভপাতের রেকর্ড

যুক্তরাজ্যে বসবাসরত ভারতীয় পরিবারগুলোতে ছেলে সন্তানের প্রতি প্রবল পক্ষপাতের কারণে রেকর্ড সংখ্যক কন্যাভ্রূণ গর্ভপাতের ঘটনা ঘটছে। সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।

ডেইলি মেইলের অনুসন্ধানে দেখা গেছে, গত চার বছরে শত শত গর্ভধারণ কেবল ভ্রূণের লিঙ্গের কারণে বাতিল করা হয়েছে। যদিও যুক্তরাজ্যের সরকারি নির্দেশনায় স্পষ্টভাবে বলা আছে, লিঙ্গের কারণে গর্ভপাত আইনবিরোধী।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে যুক্তরাজ্যে ভারতীয় মায়েদের ক্ষেত্রে প্রতি ১০০ কন্যাশিশুর বিপরীতে জন্ম নিয়েছে গড়ে ১১৮ জন পুত্রসন্তান। যেখানে সব জাতিগোষ্ঠী মিলিয়ে জাতীয় গড় হলো প্রতি ১০০ কন্যাশিশুর বিপরীতে ১০৫ জন পুত্রসন্তান। সরকারের নির্ধারিত সর্বোচ্চ গ্রহণযোগ্য সীমা ১০৭।

পরিসংখ্যানবিদদের মতে, এই সীমার ঊর্ধ্বে জন্মহার থাকলে তা লিঙ্গভিত্তিক গর্ভপাত বা লিঙ্গনির্বাচনী চিকিৎসা পদ্ধতির ইঙ্গিত দেয়। তথ্যে দেখা যায়, ভারতীয় নারীদের প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে জন্মহার জাতীয় গড়ের সঙ্গে মিল রয়েছে। তবে তৃতীয় সন্তানের ক্ষেত্রে ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত। ২০২১-২২ অর্থবছরে তৃতীয় সন্তানের ক্ষেত্রে অনুপাত ছিল ১১৪ ছেলে বনাম ১০০ মেয়ে। পরের বছর তা কিছুটা কমে ১০৯ হলেও ২০২৩-২৪ অর্থবছরে তা আবার বেড়ে দাঁড়ায় ১১৮তে এবং পরের বছরেও একই মাত্রায় থাকে।

বিশেষজ্ঞদের ধারণা, যেসব ভারতীয় মা এরেই মধ্যে দুই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন, তাদের অনেকেই তৃতীয়বার কন্যাভ্রূণ হলে গর্ভপাত করাতে বাধ্য হচ্ছেন সন্তান হিসেবে ছেলে পাওয়ার সামাজিক ও পারিবারিক চাপের কারণে।

গৃহসহিংসতা প্রতিরোধে কাজ করা সংস্থা জিনা ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা রানি বিলখু বলেন, এই তথ্য স্পষ্টভাবে দেখাচ্ছে যে, কন্যাসন্তানের তুলনায় পুত্রসন্তানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্বামী বা পরিবারের চাপেই অনেক নারী কন্যাভ্রূণ নষ্ট করতে বাধ্য হচ্ছেন। আবার অনেক নারী নিজেও এমন মানসিকতায় বড় হয়েছেন যে, ছেলে সন্তানের মূল্য বেশি, কারণ তারাই নাকি বংশের নাম বহন করে।

তিনি বলেন, এটি শুধু গর্ভপাতের বিষয় নয়, এটি লিঙ্গসমতার একটি গভীর সংকট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আগের এক বিশ্লেষণে দেখা যায়, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ভারতীয় সম্প্রদায়ের তৃতীয় সন্তানের ক্ষেত্রে জন্ম অনুপাত ছিল ১১৩ ছেলে বনাম ১০০ মেয়ে, যা ওই সময়ে আনুমানিক ৪০০ কন্যাভ্রূণ গর্ভপাতের সমান।

তবে বাংলাদেশি ও পাকিস্তানি মায়েদের ক্ষেত্রে এমন কোনো লিঙ্গভিত্তিক ভারসাম্যহীনতা পাওয়া যায়নি। তাদের জন্মহার ছিল জাতীয় গড়ের কাছাকাছি। যুক্তরাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, কেবল ভ্রূণের লিঙ্গের ভিত্তিতে গর্ভপাত করা বেআইনি এবং এটি গর্ভপাত আইনের আওতায় কোনো বৈধ কারণ নয়।

এ অবস্থায় ক্রাইম অ্যান্ড পুলিশিং বিলের আওতায় গর্ভপাত অপরাধমুক্ত করার প্রস্তাব নিয়ে উদ্বেগ বাড়ছে। সমালোচকদের আশঙ্কা, এতে লিঙ্গভিত্তিক গর্ভপাত আরও বেড়ে যেতে পারে। এ কারণে কনজারভেটিভ পার্টির লর্ড ব্যারোনেস ইটন বিলটিতে সংশোধনী এনে লিঙ্গনির্বাচনী গর্ভপাত স্পষ্টভাবে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছেন।

সূত্র: ডেইলি মেইল
এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
জেলেনস্কিকে ‘ক্লাউন’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি Jan 25, 2026
img
আইনি পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিলেন বুবলী Jan 25, 2026
img
শরীরের সঙ্গে বেইমানি করব না, হঠাৎ কেন একথা বললেন সুনীল শেঠি? Jan 25, 2026
img
নানার বাড়িতে যাচ্ছেন তারেক রহমান Jan 25, 2026
img
গাজীপুর থেকে ২২ মামলার আসামি ‘টেস্টি বাবু’ গ্রেপ্তার Jan 25, 2026
img
ইন্ডিয়ান আইডল ১৬-এ পেহেলগাম ঘটনার স্মরণে আবেগপ্রবণ বিচারকরা Jan 25, 2026
img
অদ্রিজা রায়ের হৃদয় জয় করলেন দক্ষিণী যুবক! Jan 25, 2026
img
সম্পর্ক সুদৃঢ় করতে নেপালি চিকিৎসকরা ভূমিকা রাখবে: রাষ্ট্রদূত Jan 25, 2026
img
বিসিবিতে ছয় মাসের দুর্নীতি পাপন আমলের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে: বোর্ড পরিচালক Jan 25, 2026
img
নীরব এলাকায় হর্ন বাজালে বড় জরিমানা ও জেল: অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার Jan 25, 2026
img
আজ সঙ্গীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তির জন্মদিন Jan 25, 2026
img
আইসিসির সঙ্গে আইনি লড়াইয়ে যাচ্ছে না বাংলাদেশ Jan 25, 2026
img
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অটোরিকশা চালকদের অবরোধ, দেড় ঘণ্টা পর স্বাভাবিক Jan 25, 2026
img
দেশের নীতিনির্ধারণে অংশ নিতে যুবসমাজ প্রস্তুত : তারেক রহমান Jan 25, 2026
img
শাহিদ-পত্নী মীরা কি এবার বলিউডে পা রাখতে চলেছেন? Jan 25, 2026
img
কঙ্গোয় শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন Jan 25, 2026
img
বান্দরবান থেকে বিএনপির জয়যাত্রা শুরু হবে: জেরী Jan 25, 2026
img
‘বিভাজন বিতর্ক’ উস্কে ফের চর্চায় এআর রহমান Jan 25, 2026
img
প্রতিদ্বন্দ্বিতা ভুলে কাছাকাছি সঙ্গীতশিল্পী রূপম ও সিধু Jan 25, 2026
img
বাংলাদেশকে নিয়ে আইসিসির সিদ্ধান্তে হতাশ আফ্রিদি Jan 25, 2026