ডিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী ও অস্ত্র, মাদক, ডাকাতিসহ মোট ২২টি মামলার এজাহারভুক্ত আসামি মো. নুরুনবী বাবু ওরফে টেস্টি বাবুকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার নুরুনবী বাবুর বিরুদ্ধে ডাকাতি, মাদক ও চুরির ঘটনায় সাতটি মামলার পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে জয়দেবপুর থেকে আটক করা হয়।
কেএন/টিকে