সানা খান সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। প্রাক্তন অভিনেত্রী দীর্ঘদিন আগে বিনোদনজগত থেকে সরে এসে ধর্ম ও সমাজসেবার পথে নিজেকে নিয়োজিত করেছেন। অনুষ্ঠান চলাকালীন ‘বিগ বস ১৯’ খ্যাত বসীর আলির সঙ্গে ছবি তোলার প্রস্তাব আসে, কিন্তু সানা তা প্রত্যাখ্যান করেন। তিনি স্পষ্টভাবে বলেন, “না, আমি এমন ছবি তুলি না।” একই সঙ্গে উপস্থিত মুফতি আনাস সইদ বলেন, “আমাদের এমনই দূরত্ব থাকবে। আমরা তিনজন মিলেই একটি গ্রুপ।”
ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকে কটাক্ষ করলেও অনেকেই সানার এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। অনুরাগীদের মতে, ধর্ম ও ব্যক্তিগত মূল্যবোধকে সম্মান জানানোই সানার এই আচরণের মূল। সানা ২০২০ সালে অভিনয় থেকে সরে এসে ইসলামের পথে নিজেকে উৎসর্গ করেছেন এবং সেই সময় তার জীবনধারায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
২০১২ সালে ‘বিগ বস’-এ অংশগ্রহণের মাধ্যমে সানা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এর পরে ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘হেট স্টোরি ৩’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। তবে ব্যক্তিগত জীবন এবং ধর্মীয় মূল্যবোধের কারণে তিনি পর্দার বাইরে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছেন। সানার এই দৃঢ় অবস্থান সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এবং বহু অনুরাগী তাকে প্রেরণার উদাহরণ মনে করছেন।
পিআর/টিকে