সায়নী গুপ্তা, ভারতীয় চলচ্চিত্র ও ওয়েব সিরিজ জগতে এক নামী মুখ, সম্প্রতি এক সাক্ষাৎকারে তার অভিনয়জীবনের শুরু এবং সেই সময়ের সংগ্রাম নিয়ে খোলামেলা কথা বলেছেন। অভিনেত্রী জানিয়েছেন, মাত্র ২১ বছর বয়সে তিনি উচ্চ বেতনের একটি কর্পোরেট চাকরি করতেন। ভালো আয় থাকা সত্ত্বেও সেই কাজ তার জন্য কখনও স্বপ্নের নয়। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ থাকায় সায়নী সেই স্বপ্নকে অগ্রাধিকার দেন এবং পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় ভর্তি হন।
তবে এই সিদ্ধান্ত সহজে মেনে নেননি তার মা। সায়নী জানান, ফিল্ম স্কুলে ভর্তি হওয়ার খবর শুনে তার মা এক মাস তার সঙ্গে কথা বলেননি। মা শুরুতেই অভিনেতাদের খারাপ চোখে দেখতেন এবং মনে করতেন অভিনয়জগৎ নিরাপদ নয়। এমনকি থিয়েটারের মহড়াতেও যেতে দিতেন না তাঁকে। সময়ের সঙ্গে ধীরে ধীরে মায়ের মনোভাব বদলায়। এক পর্যায়ে ফিল্ম স্কুলের ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের কাজ দেখার পর মা নিজেও কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেন। এরপরই তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে।
সায়নী গুপ্তা অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রশংসিত ছবিগুলোয়, যার মধ্যে রয়েছে ‘জলি এলএলবি ২’, ‘প্যাগলাইট’, ‘আর্টিকেল ১৫’ এবং ‘অ্যাক্সোন’। সম্প্রতি তাকে দেখা গেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফোর মোর শটস প্লিজ’-এ। অভিনয়ের প্রতি নিজের নিষ্ঠা এবং সাহসিকতার জন্য সায়নী আজ এক সফল শিল্পী হিসেবে পরিচিত।
পিআর/টিকে