আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের পক্ষে মত দিয়েছেন সাবেক পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে ৪৫ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার স্পষ্টভাবে বলেন, ‘আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেয়া উচিত।’ খবর সামা টিভির।
হাফিজের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন বিশ্বকাপকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতায় দক্ষিণ এশিয়ার ক্রিকেটে উত্তেজনা বিরাজ করছে।
হাফিজ বিশ্বকাপে অংশ নেয়ার কথা বললেও তার সাবেক সতীর্থ শহিদ আফ্রিদির কণ্ঠে অবশ্য অন্য সুর। আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘ডাবল স্টান্ডার্ড’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন এবং বাংলাদেশকে নিয়ে নেয়া সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন।
আফ্রিদির মতে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে ভারতের উদ্বেগকে গুরুত্ব দিয়ে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছিল, অথচ বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি কোনো ধরনের নমনীয়তা দেখায়নি।
তিনি বলেন, বৈশ্বিক ক্রিকেট পরিচালনার মূল ভিত্তি হওয়া উচিত ধারাবাহিকতা ও ন্যায়বিচার। তার মতে, বাংলাদেশের খেলোয়াড় এবং কোটি কোটি সমর্থক সম্মান পাওয়ার যোগ্য, দ্বৈত আচরণ নয়।
অন্যদিকে, আরেক সাবেক পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ ইউসুফও বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আইসিসির উচিত একটি প্রকৃত আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করা, কোনো একটি বোর্ডের স্বার্থের প্রতিনিধি হিসেবে নয়।’
এমআর/টিএ