রাজধানীর গুলশানে নির্মাণাধীন একটি ভবন থেকে রড পড়ে বেসরকারি কোম্পানির এক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় কনকর্ড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ১২ জনে বিরুদ্ধে মামলা হয়েছে।
ভবনের রড পড়ে মৃত্যু: কনকর্ডের চেয়ারম্যান, এমডি আসামি
নিহত মো. আশফাকুজ্জামান চৌধুরী জি ই হেলথ কেয়ারের লজিস্টিক অফিসার।
এই ঘটনায় হওয়া মামলায় আবাসন নির্মাতা প্রতিষ্ঠাতা কনকর্ড গ্রুপের চেয়ারম্যান এস এম কামাল উদ্দিন (৭২) ও ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামালকে (৪৫) আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
টিজে/টিএ