নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে আমরা ষড়যন্ত্রকারীদের উপযুক্ত জবাব দেব।
রোববার (২৫ জানিুয়ারি) বিকেলে আড়াইহাজার উপজেলার খাককান্দাই ইউনিয়নে এক নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, আত্মসামাজিক ব্যবস্থাকে আরও মজবুত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান করা হবে। পাশাপাশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কৃষকদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হবে।
তিনি আরও বলেন, আমি যদি ভোটে জয়যুক্ত হয়ে এমপি হতে পারি শান্তিরবাজার ব্রিজসহ সকল উন্নয়ন কার্যক্রম করবো। আড়াইহাজার উপজেলার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক জুয়েল।
পিএ/টিএ