২০১৬ সাল বলতেই বলিউডপ্রেমীদের মনে প্রথম যে নামটি ভেসে ওঠে, তা হলো ‘সুলতান’। আলি আব্বাস জাফর ও সালমান খানের যুগলবন্দিতে নির্মিত এই সিনেমাটি মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে ছিল। তবে প্রেক্ষাগৃহে আসার পর যে ঝড় তুলেছিল, তা তখনকার বলিউড ইতিহাসেই বিরল হয়ে আছে।
মুক্তির প্রথম দিনেই সুলতান আয় করে নেয় ৩৬ কোটি ৫৪ লাখ রুপি। ঈদের আগেই এমন উদ্বোধনী আয় সিনেমাটির শক্ত অবস্থান জানান দেয়। পরের কয়েক দিনেও থামেনি সেই দাপট।
একের পর এক দিনে ৩০ কোটির বেশি আয় করে পাঁচ দিনে মোট নিট সংগ্রহ দাঁড়ায় ১৮০ কোটি ৩৬ লাখ রুপিতে। ভারতজুড়ে দুই কোটিরও বেশি দর্শক হলে বসে দেখেন এই সিনেমা, যা একে শুধু বাণিজ্যিক সাফল্য নয়, বরং এক ধরনের সামাজিক উন্মাদনায় পরিণত করে।
গ্রামীণ কুস্তিগীরের গল্প, আবেগঘন প্রেম ও সংগ্রামের পথচলা, আর সালমান খানের অনবদ্য শারীরিক রূপান্তর দর্শকদের গভীরভাবে ছুঁয়ে যায়। তারকার জনপ্রিয়তা আর চরিত্রের আবেগ এক হয়ে এমন প্রভাব তৈরি করে, যা দীর্ঘদিন মনে রাখার মতো।
বিশ্বব্যাপী বক্স অফিসেও সুলতানের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। সে সময় মুক্তিপ্রাপ্ত রজনীকান্তের আলোচিত সিনেমা কাবালিকেও প্রায় আড়াই গুণ ব্যবধানে ছাড়িয়ে যায় সুলতান। এমন সাফল্য তখন অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হয়েছিল।
সুলতান যেন শুধু মুক্তি পায়নি, বরং প্রেক্ষাগৃহে ঝাঁপিয়ে পড়েছিল এক দুর্বার ঢেউয়ের মতো। ২০১৬ সালের সিনেমা ইতিহাসে তাই এই নামটি আজও আলাদা করে উচ্চারিত হয়।