যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের গুলিতে আরও এক মার্কিন নাগরিকের মৃত্যু পর বিক্ষোভ করছে সেখান মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অভিবাসন কর্মকর্তাদের সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ।
স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে বিক্ষোভ চলাকালে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের গুলিতে নিহত হন ৩৭ বছর বয়সি মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেট্টি।
তিনি একজন আইসিইউ নার্স ছিলেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন। চলতি মাসে এটি মিনেসোটায় ফেডারেল এজেন্টদের হাতে দ্বিতীয় কোনো মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনা।
ঘটনার পর গভর্নর টিম ওয়ালজ সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজ্য থেকে আইসিই’র প্রায় তিন হাজার এজেন্ট প্রত্যাহারের আহ্বান জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা ও শান্তিতে বিশ্বাসী মিনেসোটা আর কোনো নাগরিকের রাস্তায় মৃত্যু মেনে নেবে না। অঙ্গরাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বলেও জানান তিনি।
তবে, ভিন্ন সুর ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান নেতাদের। সিনেটর লিন্ডসি গ্রাহাম দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে এবং আইসিই কর্মীদের প্রয়োজন। তিনি ডেমোক্র্যাটদের আইসিই’র বাজেট বাতিলের হুমকিকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দেন।
নিজের সামাজিক মাধ্যমে সোশ্যাল ট্রুথে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়ালজ এবং মিনিয়াপোলিসের মেয়র জেকব ফ্রে-র উচিত রাজ্যের কারাগারে থাকা সব বন্দিকে দেশ থেকে বহিষ্কারের জন্য কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া।
এদিকে অ্যালেক্স প্রেট্টির মৃত্যুর প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদ করে যাচ্ছেন বিক্ষোভকারীরা। তারা বলছেন, অভিবাসন কর্মকর্তারা মিনিয়াপোলিস না ছেড়ে যাওয়া পর্যন্ত তারা তাদের প্রতিবাদ বন্ধ করবেন না।
স্থানীয় সিটি সেন্টারের সামনে ফেডারেল এজেন্ট বিরোধী বিক্ষোভে বহু মানুষ অংশ নিয়েছে। তারা আইসিইবিরোধী শ্লোগান দেন। এ সময় ওই এলাকার সড়ক দিয়ে যাতায়াতকারী যানবাহনগুলো হর্ন বাজিয়ে বিক্ষোভের প্রতি তাদের সমর্থন জানায়।
পিআর/টিকে