বিদেশে প্রবাসীরা আচরণবিধি ভঙ্গ করলে দায় তাদেরই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করছেন ইসি সচিব আখতার আহমেদ।
সোমবার (২৬ জানুয়ারি) নিজ দফতরে সংবাদ সম্মেলন করে কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠকের নানা দিক তুলে ধরেন সচিব।
ইসি সচিব বলেন, গণভোটের কারণে ভোটের ফলাফল ঘোষণায় দেরি হবে। আচরণবিধি ভঙ্গে ইসির দৃশ্যমান পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলেই প্রার্থীরা প্রচারণা চালাতে পারছে।
তবে আচরণবিধি ভঙ্গ হলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি অভিযোগ করার আহ্বান জানান আখতার আহমেদ।
তিনি জানান, ইসিতে অভিযোগ করা হলে সময় বেশি লাগবে। সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুলের বিষয়ে নির্বাচন কমিশন কোনো চিঠি পায়নি বলেও জানান সচিব।
আখতার আহমেদ আরও জানান, আজ থেকে পাঠানো হচ্ছে দেশের ভেতরে পোস্টাল ব্যালট।
আরআই/টিকে