ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে জমে উঠেছে দলগুলোর নির্বাচনী প্রচারণা। নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে ব্যস্ত সময় পার করছেন ঢাকা-৮ ও ৯ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাসনিম জারা।
আজ সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা–৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা দিনব্যাপী চালাচ্ছেন জনসংযোগ কার্যক্রম। এসময় তারা জনগণকে দেন নানা প্রতিশ্রুতি।
সকালে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে থেকে প্রচারণা শুরু করেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। এসময় অভিযোগ তুলেন নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের। আদীব হত্যার ঘটনায় শোক প্রকাশ করে অভিযোগ আনেন একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন বানচালেরও।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন (ইসি) লেভেল প্লেয়িং ফিল্ড রাখতে পারছে না। সরকারি কর্মকর্তাদের জোর করে মিটিং-মিছিলে নেয়া হচ্ছে।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের মেডিকেল খাত একটি ভাঙাচোরা অবস্থায় রয়েছে। অন্যান্য দল উন্নয়নের নামে ফাঁকা বুলি ছুঁড়ছে। রাজা পরিবতর্ন হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থার পরিবতর্ন হয়নি। আমরা নতুন ব্যবস্থা চালু করতে চাই।
‘ক্ষমতায় এলে সব সিন্ডিকেট ভেঙে দেব। বেতন কাঠামো পরিবতর্ন করব। বিএনপির সঙ্গে একাকার হয়ে যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, জনগণকে আহ্বান জানাই, আপনারা বাঁশের লাঠি নিয়ে রুখে দেবেন’, যোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
এদিকে, ঢাকা-৯ আসনের স্বতন্ত্রপ্রার্থী তাসনিম জারা জনসংযোগ শুরু করেন উত্তর মাদারটেক মোল্লাপাড়া জামে মসজিদ থেকে। কুশল বিনিময় করেন এলাকাবাসীদের সঙ্গে। প্রতিশ্রুতি দেন, জয়ী হতে পারলে সমাধান করবেন এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তিগুলো।
পিএ/টিকে