ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। গত শনিবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভূক্ত করা হয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে শ্রীলঙ্কায় ভেন্যু সরিয়ে নেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আইসিসিকে আবেদন জানানো হলেও তা প্রত্যাখ্যান করেছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। কিন্তু প্রথমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই মেগা ইভেন্টে দেখা যাবে না বাংলাদেশকে। নিরাপত্তাহীনতার কারণে নিজেদের ম্যাচের ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার জন্য বাংলাদেশ যে আবেদন করেছিল, তা প্রত্যাখ্যাত হয়েছে। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ভোট টানতে ব্যর্থ হয়েছে বিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ছাড়া আর কোনো বোর্ডই সমর্থন দেয়নি টাইগারদের।
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পেছনে বিসিবির কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করছেন অনেকেই। প্রশ্ন উঠছে বিসিবির বর্তমান বোর্ডের সদস্যদের যোগ্যতা নিয়েও। বর্তমান বোর্ডের গঠন প্রক্রিয়া নিয়েই এবার প্রশ্ন তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হক।
গণমাধ্যমের প্রশ্নের জবাবে আমিনুল বলেন, 'ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে নতুন করে বলতে চাই না। গতকালও (২৫ জানুয়ারি) কথা বলেছি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি প্রশ্নবিদ্ধ ক্রিকেট বোর্ড তৈরি হয়েছে, যেটি ইতোমধ্যেই আপনারা সকলেই জানেন। সেই ক্রিকেট বোর্ডে আমাদের যে সাবেক অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা, তিনি তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই ক্রিকেট বোর্ড তৈরি করে ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছেন এবং আমার ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করেছেন।'
নির্বাচনে বিএনপি জয়লাভ করলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনিয়মকারীদের আইনের আওতায় নিয়ে আসার অঙ্গীকারও করেছেন আমিনুল।
তিনি বলেন, 'এটার (বোর্ড গঠনে অনিয়ম) পেছনে যারাই জড়িত থাকুক না কেনো, ভবিষ্যতে নির্বাচনের পর আল্লাহ আমাদের যদি কবুল করে, এগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কারণ কারো ব্যক্তিগত স্বার্থের জন্য আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হতে পারে না। আমার দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে না।'
ক্রিকেট কূটনীতির অভাবেই বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বলেও মনে করেন জাতয় ফুটবল দলের এই সাবেক অধিনায়ক। তিনি বলেন, 'যেখানে আমরা নিরাপত্তা চেয়েছিলাম, সেটা আমার অধিকার। আমার দেশ আগে, সেটা আমার অধিকার। সেখানে নিরাপত্তা জটিলতার কারণে আজকে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। আমরা যদি আরও সুদূরপ্রসারী চিন্তা করতাম, আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে একটি কূটনৈতিক পরিবেশে আমরা কিন্তু এই সমস্যাটির সমাধান করতে পারতাম। সেখানেও অনেক অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে আমাদের বর্তমান ক্রিকেট বোর্ড।'
কেএন/টিকে