হৃতিক রোশনকে মুম্বাইয়ে এক পার্টিতে ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা যাওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। অবশেষে নিজের শারীরিক অবস্থার কথা নিজেই জানালেন বলিউড তারকা হৃতিক রোশন। জানালেন, তিনি বাম হাঁটুর চোটে ভুগছেন এবং বর্তমানে বিশ্রামে আছেন। গত সপ্তাহে নির্মাতা গোল্ডি বেহেলের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ক্রাচ ব্যবহার করতে দেখা যায় হৃতিককে। সেই ভিডিও দ্রুত ভাইরাল হয়। এরপর ইনস্টাগ্রামে একটি দীর্ঘ ও রসিকতায় ভরা পোস্টে নিজের শারীরিক সমস্যার কথা খোলাখুলি তুলে ধরেন অভিনেতা।
হাঁটুর চোট নিয়ে হৃতিক লেখেন, সারাদিন বেশ বিরক্ত ছিলাম। কারণ, আমার বাম হাঁটু হঠাৎ করেই ঠিক করল দু’দিনের জন্য কাজ বন্ধ রাখবে। এটা আমার কাছে নতুন কিছু নয়। আমার শরীরের প্রতিটি অংশের যেন আলাদা আলাদা অন/অফ বাটন আছে। বাম পা, বাম কাঁধ, ডান গোড়ালি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। পুরোপুরি মুডের ওপর নির্ভর করে।
পোস্টে হৃতিক আরও একটি মজার ঘটনার কথা জানান। বলেন, কখনও কখনও আমার জিভ কোনও শব্দ বলতে চায় না। একদিন শুটিং সেটে ‘ডিনার’ শব্দটা বলতেই পারছিলাম না। অথচ সংলাপ ছিল। কিন্তু আমার জিভ তখন ‘ডিনার’ বন্ধ করে দিয়েছে। ফলে বারবার সবাইকে ‘লাঞ্চ’-এর দাওয়াত দিয়ে যাচ্ছিলাম। সৌভাগ্যবশত, ‘লাঞ্চ’ তখনও অন ছিল। এই পরিস্থিতিতে তার সহকারী দল যেভাবে তাকে সাহায্য করে, সে কথাও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেছেন অভিনেতা।
প্রসঙ্গত, হৃতিক রোশনকে সর্বশেষ দেখা গেছে যশ রাজ ফিল্মসের ওয়ার ২-এ, যা গত বছর মুক্তি পেয়েছে। পাশাপাশি তিনি নেটফ্লিক্সের তথ্যচিত্র দ্য রোশানস-এও ছিলেন। বর্তমানে তার পরবর্তী বড় প্রজেক্ট কৃষ ফোর, যা দিয়ে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন হৃতিক।
সূত্র: মিন্ট
আইকে/টিএ