দক্ষিণী সিনেমার ভক্তপ্রীতি কখনো কখনো হয়ে ওঠে অশান্তির কারণ। দুই সুপারস্টার থালাপতি বিজয় ও অজিত কুমারের ভক্তদের মধ্যে টানাপোড়েন নতুন কিছু নয়। তবে সাধারণতন্ত্র দিবসের ঠিক আগে এই দ্বন্দ্ব ফের ভয়ংকর রূপ নেয়। তামিলনাড়ুর একটি মাল্টিপ্লেক্সে দুই তারকার ভক্তদের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনাটি ঘটে ২৫ জানুয়ারি। অজিত অভিনীত ছবি ‘মানকাথা’ ২৩ জানুয়ারি পুনর্মুক্তি পায়। সেই ছবিটি দেখতে গেলে বিজয়ের এক অনুরাগী সিনেমা হলে উপস্থিত হন।
অভিযোগ, তিনি সিনেমা চলাকালীন বিজয়ের দলীয় পতাকা নাড়তে থাকেন।
বিষয়টি নজরে আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অজিতের ভক্তরা এবং মুহূর্তের মধ্যে তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়। এমনকি তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয় এবং অর্ধনগ্ন অবস্থায় মারধর চলতে থাকে। মারধরের ভিডিও দ্রুত সমাজমাধ্যমে ভাইরাল হয়, যা আরো উত্তেজনা সৃষ্টি করে বিজয়ের অনুরাগীদের মধ্যে।
ঘটনার সময় সিনেমা হলে ভাঙচুর করা হয়, পটাকা ফাটানো হয়।
করাইকুডির পান্ডিয়ান সিনেমাসের মালিকরা ক্ষিপ্ত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন হস্তক্ষেপ করতে বাধ্য হয়।
এই পরিস্থিতি সামাল দিতে বিজয় ও অজিত দুজনেই ভক্তদের শান্ত থাকার বার্তা দিয়েছেন। তাঁরা সতর্ক করেছেন, আবেগের বশে এমন হিংসাত্মক আচরণ গ্রহণযোগ্য নয়।
তবে এই ঘটনা পুনরায় প্রশ্ন তুলেছে তারকা ভক্তদের উচ্ছ্বাসের সীমারেখা কোথায় শেষ হওয়া উচিত?
এমকে/টিএ