বলিপাড়ায় বহুদিন ধরেই শোনা যাচ্ছে, অভিনেত্রী দিশা পটানী ও পঞ্জাবি শিল্পী তলবিন্দর সিংহ সিদ্ধুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই জল্পনাকে এবার নিজেরাই সত্যি প্রমাণ করলেন দু’জন। রবিবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে হাতে হাত ধরে প্রকাশ্যে ধরা দিলেন তারা, আর এরপর একই গাড়িতে উঠে যাওয়া মুহূর্তের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে।
দিশার পরনে ছিল অফ-শোল্ডার সাদা পোশাক, আর তলবিন্দরের মুখে ছিল মুখোশ। যদিও আগে বিভিন্ন অনুষ্ঠানে চোখে পড়ার সময় তারা চেষ্টা করতেন রাখঢাক করতে, এবার নিজেদের স্বেচ্ছায় একসাথে প্রকাশ্যে উপস্থিত হয়ে সকল জল্পনার উত্তর দিয়েছেন।
কিছু দিন আগে কৃতির বোন নূপুর সেনন ও স্টেবিন বেনের বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা। সেখানে একাধিকবার একসাথে দেখা গেছে দিশা ও তলবিন্দরকে। এ বার খোলাখুলি হাতে হাত ধরে বেরিয়ে আসা দৃশ্যই তাদের সম্পর্কের প্রমাণ হিসাবে মনে হচ্ছে।
তলবিন্দর একজন প্রখ্যাত পঞ্জাবি গায়ক-গীতিকার। তিনি পঞ্জাবি লোকসঙ্গীতকে নতুন রূপে উপস্থাপন করেন। তবে নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন, তাই আগের অনুষ্ঠানে মুখোশ পরে হাজির হতেন। বয়সে তিনি দিশার চেয়ে পাঁচ বছরের ছোট।
এই প্রেমের গুঞ্জনের মধ্যেই উঠে আসে তলবিন্দরের প্রাক্তন প্রেমিকা সনী কৌরের নাম। আগে একটি পোস্টে তিনি সতর্ক করেছিলেন, কিন্তু পরে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, তাঁকে দিশা ও তলবিন্দরের সঙ্গে না জড়ানোর জন্য।
এমকে/টিএ