‘হুট করে ভাইরাল হয়ে হারিয়ে যেতে চাই না’

টেলিভিশনের পর্দায় কিছুদিন ধরেই দেখা যাচ্ছে এক নতুন মুখ—সংযত, শান্ত, কিন্তু চোখে একরাশ দৃঢ়তা। দীপ্ত টেলিভিশনের মেগাধারাবাহিক ‘পরম্পরা’-তে মেঘা চরিত্রে অভিনয় করে ধীরে ধীরে দর্শকের নজরে আসছেন জান্নাতুল ফেরদৌস কাজল। আলো ঝলমলে প্রচারের চেয়ে যার আগ্রহ বেশি কাজে, ট্রেন্ডের চেয়ে যার লক্ষ্য দীর্ঘ পথচলা।

নতুন বছর শুরুর পরপরই ধারাবাহিকটির নিয়মিত সম্প্রচারে ব্যস্ত সময় কাটছে কাজলের।

শুক্রবার ছাড়া সপ্তাহের প্রায় প্রতিটি দিনই তাঁকে দেখা যাচ্ছে পর্দায়। তবে ব্যস্ততার মধ্যেই থেমে নেই তাঁর যাত্রা।



সম্প্রতি শুরু হয়েছে নতুন একক নাটক ‘তবুও ভালোবাসা রয়ে গেল’-এর শুটিং। পরিচালক আলোক হাসান নির্মিত এই স্যাড রোমান্টিক নাটকে কাজলের বিপরীতে অভিনয় করছেন শুভ।
কাজলের কাছে এটি বিশেষ এক কাজ। কারণ মেগাধারাবাহিকের পর এটিই তাঁর প্রথম প্রধান চরিত্রের একক নাটক। তিনি বলছেন, ‘গল্প আর চরিত্র—দুটোই আমার খুব পছন্দ হয়েছে। অনেক আনন্দ নিয়ে কাজটা করছি।

‘পরম্পরা’ দিয়েই মূলত অভিনয়ে তাঁর নতুন অধ্যায়ের শুরু। বিরতির পর এই ধারাবাহিক তাঁকে আবার ক্যামেরার সামনে ফিরিয়ে এনেছে।

কাজল বলছেন, ‘আগে ছোট ছোট কিছু চরিত্র করেছিলাম, এরপর অভিনয় নিয়ে অনেক দূর যাবার পরিকল্পনা থেকেই বেশ অনেকদিন বিরতিতে ছিলাম। এই ধারাবাহিকটাকে আমার নতুন যাত্রা বলা যায়। দর্শকরাও পছন্দ করছেন।

যদিও এখনো খুব বড় প্রতিক্রিয়া আসেনি। মাত্র কয়েকটা পর্ব গেছে। সামনে বেশ কিছু টুইস্ট আছে, তখন হয়তো দর্শকরা আরও রিলেট করতে পারবেন।’

নিজেকে এখনো শিক্ষানবিশ হিসেবেই দেখেন কাজল। অভিনয়ের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিতে নেই কোনো তাড়াহুড়া, নেই রাতারাতি তারকা হওয়ার বাসনা। তাঁর কথায়, ‘আমি একদমই নতুন। শেখার অনেক কিছু বাকি। শুধু অভিনয়টা নিয়মিত করে যেতে চাই।’

মডেলিং দিয়ে শুরু হলেও কাজলের অভিনয়ের যাত্রা শুরু হয় ২০২২ সালে মিফতাহ আনান পরিচালিত নাটক ‘ডিস্টার্ব মি’ দিয়ে। এরপর একাধিক নাটকে কাজ করেন তিনি। এরপর কাজ করেন মিজানুর রহমান আরিয়ানের ‘পুনর্মিলনে’ এবং অনম বিশ্বাসের ‘ভাইরাস’ ওয়েবে। পাশাপাশি গ্রামীণফোন, বিকাশসহ নানা ব্র্যান্ডের বিজ্ঞাপনেও তাঁর উপস্থিতি চোখে পড়েছে।

অভিনয়ে অনুপ্রেরণা হিসেবে কাজলের নামের তালিকায় আছে সময়ের জনপ্রিয় শিল্পীরা। তিনি বলেন, ‘মেহজাবীন আপু আর তিশা আপুর কাজ আমি নিয়মিত দেখি। শেখার চেষ্টা করি। নিশো ভাইয়াকেও আমার খুব ভালো লাগে। সুযোগ পেলে উনার সঙ্গে কাজ করতে চাই।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজল স্পষ্ট এবং শান্ত। তাঁর কাছে অভিনয় কোনো ক্ষণস্থায়ী আলো নয়, বরং দীর্ঘ সাধনার পথ।

তিনি বলেন, ‘মন দিয়ে অভিনয়টা করে যেতে চাই। প্রতিমুহূর্তে শেখার অনেক কিছু আছে। হুটহাট ট্রেন্ডিংয়ে আসার ইচ্ছে নেই। হুট করে ভাইরাল হয়ে আবার হারিয়ে যেতে চাই না। লম্বা সময় ধরে অভিনয় করে যেতে চাই আর দর্শকের ভালোবাসা পেতে চাই। আপাতত এটুকুই চাওয়া।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
নীলফামারীতে অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপি থেকে জামায়াতে যোগদান Jan 26, 2026
img
র‌্যাবের ফেসবুক পেজ বন্ধ Jan 26, 2026
img
অভিজ্ঞতা ছাড়া তো চাকরিও হয় না, দেশ চালানোর দায়িত্ব দেব কিভাবে: আবুল কালাম Jan 26, 2026
img
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি Jan 26, 2026
img
বরিশালে বিশেষ অভিযানে মাদক ও অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক Jan 26, 2026
img
আবারও ঘোড়ার বেগে ছুটছে স্বর্ণের দাম Jan 26, 2026
img
ইলহান ওমরের সম্পদ নিয়ে তদন্ত শুরুর ঘোষণা দিলেন ট্রাম্প Jan 26, 2026
img
একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান Jan 26, 2026
img
কারাগারে পৌঁছায়নি সাদ্দামের জামিননামা, মুক্তি মিলছে না আজ Jan 26, 2026
img
আমেরিকা-ভারতের সঙ্গে জামায়াতের বৈঠক গোপনে কেন?: চরমোনাই পীর Jan 26, 2026
img
মন পড়ার পাঁচ হাজার বছরের গোপন কোরিয়ান দক্ষতা ‘নুনচি’ Jan 26, 2026
img
চীন-ভারত ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার: শি জিনপিং Jan 26, 2026
img
ধানের শীষ শহীদ জিয়ার মার্কা : আবুল কালাম Jan 26, 2026
img
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরাকের কঠোর হুঁশিয়ারি Jan 26, 2026
img
মা-বোনেরা ঝাঁটা, পুরুষ লোকের ইমাম নিয়ে ভোটকেন্দ্রে যাবেন: পাপিয়া Jan 26, 2026
img
বক্স অফিসে কত আয় করল ‘বর্ডার ২’? Jan 26, 2026
img
গ্রিসে বিস্কুট কারখানায় বিস্ফোরণ, নিহত অন্তত ৩ Jan 26, 2026
img
জয়ার ‘ওসিডি’র ট্রেলারে শিউরে ওঠার গল্প Jan 26, 2026
img
যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় বেসরকারি জেট বিমান বিধ্বস্ত Jan 26, 2026
img
ঢাবির বিজ্ঞান ইউনিটে ৯২ শতাংশ শিক্ষার্থীই ফেল Jan 26, 2026