নীলফামারী সদরের টুপামারি ইউনিয়নে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নীলফামারী-২ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফের হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
শহিদুল ইসলাম নামের এক যোগদানকারী বলেন, 'আমি দীর্ঘ ১৫ বছর ধরে টুপামারি ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ড সভাপতি। কিন্তু দল গনভোটে না ভোটের পক্ষ নেওয়ায় বিএনপি ত্যাগ করে আমরা জামায়াতে যোগ দিলাম'। জামায়াতের আদর্শ ও বর্তমান রাজনৈতিক কর্মসূচির প্রতি আস্থাশীল হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
দলত্যাগ করা নেতাকর্মীরা জানান, তারা দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ড তাদের উদ্বুদ্ধ করেছে।
জামায়াত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, 'দেশ ও জাতির ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক মানুষের ঐক্য প্রয়োজন। তারা জামায়াতের সুশৃঙ্খল রাজনীতিতে যোগ দেওয়ায় টুপামারি এলাকায় সংগঠন আরও গতিশীল হবে'।
এ বিষয়ে নীলফামারী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এসএস/এসএন