বরিশালের গৌরনদীতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল, ১৭টি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্রসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার টরকি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন: একই এলাকার শামীম দেওয়ান (৪১) ও তার স্ত্রী তামান্না আখতার (৩২)।
জানা যায়, ওই দম্পতি দীর্ঘদিন ধরে নিজ বাসা থেকে মাদকদ্রব্য বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। অভিযান চলাকালে আটকদের হেফাজত থেকে ইয়াবা, মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, ফেনসিডিল, ১৭টি মোবাইল ফোন, দেশীয় অস্ত্র ও মাদক চোরাকারবারিতে ব্যবহৃত চেকবই উদ্ধার করা হয়।
পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে সর্বদা অঙ্গীকারবদ্ধ।ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এসএস/এসএন