নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, ‘ধানের শীষ মার্কা শহীদ জিয়ার, খালেদা জিয়া এ মার্কা ধরে রেখেছিলেন। এই মার্কা এখন আমাদের নেতা তারেক রহমানের হাতে। এটা আস্তে আস্তে বিস্তৃতি লাভ করবে। বাংলাদেশের স্বাধীনতার জন্য এটাই প্রয়োজন।’
মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে বন্দরের ২১ ও ২২ নং ওয়ার্ডে গণসংযোগের সময় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমি আমার এলাকাবাসীকে আশ্বস্ত করতে চাই বিএনপি ক্ষমতায় আসবে। আপনাদের চাহিদা যা আছে অতীতের ন্যায় আমি আগামী দিনেও সফলভাবে সম্পন্ন করব। ২০০৬ সালে আমি যেসব কাজ করে রেখে গিয়েছিলাম তার কোনোটিরই চিহ্ন আমি খুঁজে পাচ্ছি না।’
আবুল কালাম বলেন, প্রতিপক্ষরা বলে উন্নয়ন হয়নি। প্রতিপক্ষরা তো নবাগত, তাদের সাথে উন্নয়নের কোনো প্রতিযোগিতার প্রশ্নই উঠে না।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, সদস্য আমিনুল ইসলাম মিঠু, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ ও সাধারণ সম্পাদক নাজমুল হক রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এমআই/এসএন