সুস্থ সমাজ গড়তে তামাকজাত দ্রব্য সেবনে নিরুৎসাহ ও সকল ধরনের মাদক নির্মূল করতে বদ্ধপরিকর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।
নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে সোমবার (২৬ জানুয়ারি) কলমাকান্দার পথে-প্রান্তরে সাধারণ মানুষদের সাথে কুশল বিনিময় শেষে মুন্সিবপুর উঠান বৈঠকে এ আহ্বান জানান তিনি।
এসময় ফ্যামিলি কার্ড বিতরণ, শিক্ষিত বেকার যুবকদের চাকরি প্রদান, দুস্থ রোগীদের চিকিৎসাসেবা প্রদান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিবিধ বিষয়ের অঙ্গীকার করেন তিনি। এরপর কলমাকান্দার বড়ুয়াকোনা বাজার, পাঁচগাও, কৃষ্টপুর, রংছাতি, ডাইয়ারকান্দা বাজার, বিশরপাশাতে দিনব্যাপী প্রচারণা, পথসভা, উঠান বৈঠক করেন কায়সার কামাল।
এর আগে ২৫ জানুয়ারিতে নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের ডাকুমারা এলাকায় নির্বাচনী প্রচারণাকালে কায়সার কামাল বলেন, নির্বাচিত হলে পাহাড় থেকে সমতল গারো, হাজং ও বাঙালি সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ‘দুর্গাপুর ও কলমাকান্দা এ দুই উপজেলায় প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মানুষের জীবনযাত্রায় রয়েছে নানা বৈচিত্র্য। এখানে যেমন পাহাড় ও সমতল রয়েছে, তেমনি রয়েছে হাওরাঞ্চল। তবে বিগত সময়ে এ অঞ্চলের গারো হাজং থেকে শুরু করে বাঙালি অধিকারের প্রশ্নে নানা বৈষম্যের শিকার হয়েছেন। নাগরিক সেবা পেতেও পোহাতে হয়েছে চরম দুর্ভোগ।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে এ অঞ্চলের মানুষের অধিকার সমানুপাতে প্রতিষ্ঠিতা করা হবে। ধনী-দরিদ্র কিংবা জাতিগত ভেদাভেদ নয়, সবাইকে সমানভাবে মূল্যায়ন করা হবে। সবাই যেন ন্যায্য অধিকার পায় এবং সমান নাগরিক সুবিধা ভোগ করতে পারে, তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
মাদক প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হবে। দুর্গাপুর-কলমাকান্দাকে মাদকমুক্ত করার পাশাপাশি ইভটিজিং ও কিশোর গ্যাংমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তারা যত বড় প্রভাবশালীই হোক না কেন, ছাড় দেওয়া হবে না। তাই ধানের শীষে ভোট দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠায় আমাকে সুযোগ দেবেন এটাই আমার প্রত্যাশা।’
এর আগে সকাল থেকে দুর্গাপুর উপজেলার কুলাগড়া ইউনিয়নের বিপিনগঞ্জ, রাশিমনী, কাকড়াকান্দাসহ সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে প্রচারণা চালান নেত্রকোণা-১ আসনের এ হেভিওয়েট প্রার্থী।
এসএস/এসএন