মঞ্চে মৌনীর হেনস্তা’য় গর্জে উঠলেন শুভশ্রী

ভরা মঞ্চে এক অভিনেত্রীর সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্তার ঘটনায় আবারও আলোচনায় নারী নিরাপত্তা ও সম্মান। বলিউড অভিনেত্রী মৌনী রায়ের শেয়ার করা অভিজ্ঞতা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন টলিউডের তারকা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর কণ্ঠে ছিল তীব্র প্রতিবাদ, যন্ত্রণার পাশাপাশি রাগ আর হতাশার স্পষ্ট প্রকাশ।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়েন মৌনী রায়। সোশাল মিডিয়ায় নিজেই সেই ঘটনার কথা জানান অভিনেত্রী। মৌনীর বর্ণনায়, কার্নালে একটি অনুষ্ঠানে মঞ্চের দিকে হাঁটার সময় দু’জন বয়স্ক অতিথি তাঁর সঙ্গে ছবি তোলার অজুহাতে অশালীন আচরণ করেন। অভিনেত্রীর কোমরে হাত দেওয়া থেকে শুরু করে অশোভন স্পর্শ সবই ঘটে প্রকাশ্য মঞ্চে, অসংখ্য মানুষের সামনে। মৌনী জানান, তিনি সঙ্গে সঙ্গেই আপত্তি জানান এবং হাত সরাতে বলেন।

কিন্তু সেখানেই শেষ নয়। মৌনীর অভিযোগ, মঞ্চে ওঠার পর পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে। ওই দুই ব্যক্তি অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন, এমনকি গোলাপের পাঁপড়ি ছুড়ে দেন তাঁর দিকে। প্রথমে ভদ্রভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বিরক্ত হয়ে মাঝপথেই মঞ্চ ছাড়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। পরে আবার মঞ্চে ফিরে আসতেই সেই অভব্য আচরণ থামে। এই গোটা ঘটনায় তিনি নিজেকে লজ্জিত ও আতঙ্কিত বলে জানিয়েছেন এবং কর্তৃপক্ষের কাছে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন।

এই ঘটনার প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রাম স্টোরিতে তীব্র ভাষায় প্রতিবাদ জানান শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি লেখেন, ২০২৬ সালে দাঁড়িয়েও মহিলাদের এইভাবে হেনস্তার শিকার হতে হচ্ছে, ভাবতেই রক্ত ফুটে উঠছে। সমাজের যে স্তরেরই হোন না কেন, মহিলাদের এখনও ভোগ্যপণ্য হিসেবে দেখা হচ্ছে এই বাস্তবতা অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন শুভশ্রী। মৌনীর সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে তিনি লেখেন, এই প্রতিবাদ শুধু এক জনের নয়, সমস্ত মহিলার হয়ে ওঠা উচিত। মৌনীর পাশে দাঁড়িয়ে তাঁকে শক্ত থাকার বার্তাও দেন অভিনেত্রী।



নিজেও বারবার কটাক্ষ ও ট্রোলের মুখে পড়েও চুপ না থেকে প্রতিবাদে সরব হয়েছেন শুভশ্রী। সেই অভিজ্ঞতা থেকেই হয়তো তাঁর এই ক্ষোভ আরও তীব্র হয়ে উঠেছে। মৌনীর ঘটনার মাধ্যমে ফের একবার সামনে এল, তারকা পরিচয় থাকলেও নারীরা কতটা অসুরক্ষিত, বিশেষ করে প্রকাশ্য মঞ্চে।

এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, তা স্পষ্ট নয়। তবে মৌনী রায়ের প্রকাশ্যে আনা অভিজ্ঞতা এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রতিবাদ নতুন করে প্রশ্ন তুলেছে কবে থামবে এই হেনস্তা, আর কবে মহিলারা নিরাপদ বোধ করবেন মঞ্চে, রাস্তায়, কিংবা সমাজের যে কোনও পরিসরে।

পিআর/টিকে



Share this news on:

সর্বশেষ

img
কোরীয় তারকা চা ইউন-উ এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ! Jan 26, 2026
img

৮৫০ কোটি পাচার

সামিটের চেয়ারম্যান আজিজসহ পরিবারের ১৬ সদস্যকে দুদকে তলব Jan 26, 2026
img
নির্বাচনে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার Jan 26, 2026
img
রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ Jan 26, 2026
img
‘বিশ্বকাপে এসো না, তোমরা মার খাবে’- পাকিস্তানকে খোঁচা ভারতের সাবেক অধিনায়কের Jan 26, 2026
img
গায়িকা থেকে এবার অভিনেত্রী চার্লি এক্সসিএক্স! Jan 26, 2026
img
সুপার বোলের মঞ্চে ব্যাড বান্নি ও গ্রিন ডে নিয়ে বিতর্ক, ক্ষুব্ধ ট্রাম্প Jan 26, 2026
img
‘পাগলি লুক’ ছাড়িয়ে কেয়া পায়েলের নতুন চোখ ধাঁধানো লুক Jan 26, 2026
img
বিভেদ সৃষ্টিকারীদের দলে চায় না বিএনপি: মির্জা ফখরুল Jan 26, 2026
img
হামলা-মামলা করে নির্বাচন ঠেকানো যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী Jan 26, 2026
img
স্ত্রী-সন্তান হারানো বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন Jan 26, 2026
img
আমরা কোনো চাপের কাছে মাথা নত করি না : থালাপতি বিজয় Jan 26, 2026
img
একটি দলের প্রচারে ধর্মীয় অনুভূতির অপব্যবহার করা হচ্ছে: মাহদী আমিন Jan 26, 2026
img
আমার বাম পা হঠাৎ ছুটি নিয়েছে: হৃতিক রোশন Jan 26, 2026
img
হরর সিনেমা ‘সিনার্স’ নিয়ে কেন এত আলোচনা? Jan 26, 2026
img
ভোলার লালমোহনে অটোরিকশাকে যাত্রীবাহী বাসের চাপা, নিহত ৩ Jan 26, 2026
img
মাদক নির্মূলে সবাইকে এক হওয়ার আহ্বান কায়সার কামালের Jan 26, 2026
img
ব্যাকস্ট্রিট বয়েজ তারকার প্রাক্তন স্ত্রী হাসপাতালে Jan 26, 2026
img
মধ্য মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় নিহত ১১ Jan 26, 2026
img
ব্যবসায় ধ্বস, অভিনয় থেকে আপাতত বিরতি নিলেন অনন্ত জলিল Jan 26, 2026