সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের নবীনগর এলাকাসংলগ্ন গোয়ালঘেসিয়া নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
তবে তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ধারণা করছে, মরদেহটি কয়েক দিন আগের হতে পারে।
কালীগঞ্জ থানার ওসি মো. জুয়েল হোসেন বলেন, নদী থেকে উদ্ধার করা অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে। পরিচয় শনাক্তের জন্য সাতক্ষীরা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অবহিত করা হয়েছে। তারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মরদেহ শনাক্তের কার্যক্রম শুরু করেছে।
মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পিএ/টিকে