ভৌতিক সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ বাজিমাত করছে বক্স অফিসে। এ সিনেমার সাফল্য নতুন করে ভাবতে শেখাচ্ছে টালিউড ইন্ডাস্ট্রিকে।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৩ জানুয়ারি সরস্বতী পূজার দিন প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ভৌতিক কমেডি ঘরানার এ সিনেমা মুক্তির পরপরই সিনেপ্রেমীদের পছন্দের শীর্ষে অবস্থান করছে।
ভৌতিক আবহের সঙ্গে কমেডির মিশেল ও রহস্যে ভরা বিনোদনমূলক পারিবারিক গল্প। যে কারণে এ সিনেমা দেখতে প্রেক্ষাগৃহগুলোতে উপচে পড়া ভিড় দর্শকের।
অরিত্র মুখার্জি পরিচালিত এ সিনেমার আইএমডিবির রেট ১০ এর মধ্যে ৯.৪। উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রত্যেকটি শো হাউজফুল চলছে।
সিনেমা দেখার পর দর্শকরা গল্প ও অভিনয়শিল্পীদের অভিনয়ের প্রশংসা করছেন। সিনেমাটির নির্মাণশৈলীও উঠে এসেছে আলোচনায়।
সোশ্যাল মিডিয়াতেও প্রশংসায় ভরছে সিনেমাভিত্তিক নানা পোস্ট ও রিভিউ। সব মিলিয়ে বলা যায়, বর্তমানে টালিউডের প্রেক্ষাগৃহ দাঁপিয়ে বেড়াচ্ছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।
এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন ও গোধূলি শর্মা। গল্পের প্রধান ৪ চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী (নন্দিনী), সোহম মজুমদার (শাওন), বনি সেনগুপ্ত (অরণ্য) ও স্বস্তিকা দত্ত (মালিনী)।
সিনেমায় আরও রয়েছেন কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, অনামিকা সাহা, উজান চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, জয়দীপ মুখোপাধ্যায়, রাজা গাঙ্গুলী, সুব্রাজিত দত্ত, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, গুলশানারা খাতুন প্রমুখ।
পিএ/টিকে