ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-র মাধ্যমে রাতারাতি দর্শকদের মনে অটুট জায়গা করে নিয়েছিলেন অঙ্কিতা মল্লিক। ধারাবাহিকের সাফল্যের পর থেকেই বড়পর্দায় তাঁর অভিষেকের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। চলতি বছরই মহুয়া রায়চৌধুরীর জীবনীভিত্তিক ছবিতে ‘গুনগুন করে মহুয়া’-র মাধ্যমে বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন অঙ্কিতা। তবে আশ্চর্যজনক হলেও সত্যি, প্রকৃতপক্ষে বহু আগে বড়পর্দায় দেখা যেত তাঁর, যদি সময় ও পরিস্থিতি মিলে যেত।
দু’বছর আগে ‘প্রজাপতি ২’ ছবির ঘোষণা হওয়ার সময় প্রযোজকদের প্রথম পছন্দ ছিলেন বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন। কিন্তু দুই বাংলার রাজনৈতিক পরিস্থিতির কারণে ওপার বাংলা থেকে এপারে আসা সম্ভব হয়নি। এরপর ছবির নায়িকা হিসেবে অঙ্কিতার নাম উঠে আসে। সব আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের শিডিউল মিলতে না পারায় সেই সুযোগ হাতছাড়া হয়।
এবার কিন্তু স্বপ্ন পূরণের সময় যেন আরও কাছাকাছি। ‘জগদ্ধাত্রী’ শেষ হওয়ার পর অঙ্কিতা ব্যস্ত ‘গুনগুন করে মহুয়া’-র প্রস্তুতিতে। এদিকে টলিপাড়ায় জোর গুঞ্জন, দেবের আগামী ছবি ‘টনিক ২’-তেও দেখা যেতে পারে অঙ্কিতাকে। যদিও পরিচালক অভিজিৎ সেন, প্রযোজক বা কোনো অভিনেতা এ সম্পর্কিত আনুষ্ঠানিক কিছু জানাননি।
প্রসঙ্গত, দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘টনিক’ চলচ্চিত্র দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে। সেই ছবির সিক্যুয়েলে এবার গুরুত্বপূর্ণ নারী চরিত্র থাকায় নতুন নায়িকা খোঁজ চলছে। গুঞ্জন অনুযায়ী, তালিকায় অঙ্কিতার পাশাপাশি রয়েছেন ইধিকা। একাধিক নারী চরিত্র থাকলে একাধিক অভিনেত্রীকে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
অতএব, যতক্ষণ না আনুষ্ঠানিক ঘোষণা আসে, দর্শকদের অপেক্ষা করতে হবে। তবে টলিপাড়ার খবর বলছে, অঙ্কিতার বড়পর্দার স্বপ্ন এবার বাস্তবায়নের খুব কাছাকাছি।
পিআর/টিকে