জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কালিপটকা’, যা পরিচালনা করেছেন অভিরূপ ঘোষ। সিরিজ়টির দল নিয়ে আড্ডায় অংশ নেন প্রধান অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, পাশাপাশি শ্রুতি দাস ও হিমিকা বসু।
স্বস্তিকা মুখোপাধ্যায় জানান, এত বছরের ক্যারিয়ারে এ ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ কেউ কখনও তাঁকে ভাবেননি। নতুন চরিত্রটি পেয়ে তিনি নিজেই বারবার নিশ্চিত করেছেন যে, এটি সত্যিই তাঁর জন্য উপযুক্ত। তিনি শর্ত রেখেছিলেন যে, যদি সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সংখ্যা দেখে বাকি চরিত্রগুলো নির্বাচিত হয়, তবে তিনি কাজটি করবেন না।
অন্যদিকে, সহ-অভিনেত্রী শ্রুতি দাস বলেন, অ্যাকশন চরিত্রে অভিনয় করতে ভীষণ মজা পেয়েছেন এবং এটি নারীকেন্দ্রিক হলেও মেয়েদের দুর্বল দেখানোর গল্প নয়। হিমিকা বসু প্রথম বাংলা সিরিজ়ের অভিজ্ঞতা হিসেবে এটিকে উচ্চ-ভোল্টেজের চরিত্র বলে উল্লেখ করেছেন এবং বলেন, এমন নারীকেন্দ্রিক গল্প সমাজে অত্যন্ত প্রয়োজনীয়।
স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সহ-অভিনেত্রীরা ভূয়সী প্রশংসা করেছেন। স্বস্তিকা নিজেও মনে করেন, যদি জুনিয়ররা তাঁর কাছ থেকে “মাটিতে পা রেখে চলা” শিখতে পারে, তবে সেটাই তাঁর বড় অর্জন। তাঁর মতে, অভিনয় ঠিকঠাক করলে আর অন্য কিছু প্রয়োজন হয় না।
এছাড়াও স্বস্তিকা শিল্পজগতে টানাপড়েন, হুমকি এবং লবির ভেতরের রাজনীতি নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন। ‘শিবপুর’ ছবির সময় নানা বাধার মুখে পড়লেও ইন্ডাস্ট্রির কেউ পাশে দাঁড়ায়নি, তাই তিনি শিখেছেন কোথায় কতটা কথা বলা দরকার। তিনি বললেন, “আমি কোনো লবিতে নেই, ভবিষ্যতেও থাকব না। চারদিকে যা হচ্ছে দেখছি, আর হাসছি।”
পিআর/টিকে