‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’

লা লিগায় গতকাল (রোববার) দুই দলের লড়াইয়ে বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামালের চমৎকার গোলের পর রিয়াল ওভিয়েডোর কোচ গুইলারমো আলমাদা তাকে ‘অন্য গ্যালাক্সির’ খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন।

১৮ বছর বয়সী ইয়ামাল বক্সের ঠিক ভেতর থেকে একটি চোখ ধাঁধানো অ্যাক্রোবেটিক প্রচেষ্টায় ম্যাচের তৃতীয় গোলটি করেন। স্পটিফাই ক্যাম্প ন্যুতে বার্সা ৩-০ গোলে জয়ী হয়। দানি ওলমো ও রাফিনহা এর আগে কাতালান দলটিকে দুই গোলের ব্যবধানে এগিয়ে দেন। এই জয়ে তারা রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের শীর্ষে ফিরে এসেছে।



৭৩তম মিনিটে ইয়ামালের করা গোলটি মূল্যায়ন করতে বলা হলে আলমাদা বলেন, ‘আমরা অন্য একটি গ্যালাক্সির খেলোয়াড় সম্পর্কে কথা বলছি।’ তিনি আরও বলেন, ‘তার অনেক গুণ রয়েছে এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সে ফলাফল এনে দেয়। তার বয়স কম হওয়া সত্ত্বেও সে ইতোমধ্যেই এমন একজন তারকা হয়ে উঠেছে, যে ম্যাচ নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা রাখে।’

প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে শেষ হওয়া এই ম্যাচে মাঝেমধ্যে গতি হারিয়েছে, তারই মধ্যে ইয়ামালের এই মৌসুমের ১১তম গোলটি ছিল আকর্ষণীয়। তবে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন যে, প্রথম গোলের ক্ষেত্রে এই কিশোরের ভূমিকাই তার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ইয়ামালের প্রেসিংয়ের কারণে বলটি আবার দখলে আসে এবং ওলমো গোল করার সুযোগ পান। কাঁধের চোট থেকে এই মাসে ফেরার পর ওলমোর এটি তৃতীয় গোল।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘লামিনে প্রথম গোলের জন্য যা করেছে, আমার কাছে তা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। সে যেভাবে প্রেসিং করেছে এবং গোলটি হওয়ার আগে যেভাবে বলটি উদ্ধার করেছে, এটাই আমরা চাই। এই ম্যাচটি জেতা এবং তিন পয়েন্ট পাওয়ার জন্য এটাই ছিল চাবিকাঠি।’

তিনি আরও যোগ করেন, ‘আমার কাছে তৃতীয় গোলের চেয়ে এটি বেশি গুরুত্বপূর্ণ ছিল। তবে অবশ্যই ফুটবলপ্রেমীরা সবাই তার করা এই গোলটি দেখতে পছন্দ করবেন এবং আমি খুশি যে সে এমন একটি গোল করেছে।’

গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের কাছে বার্সার হারের পর শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়ালের জয় তাদের সাময়িকভাবে লা লিগার শীর্ষে নিয়ে গিয়েছিল। ফ্লিক স্বীকার করেছেন যে, একটি কঠিন সূচির মধ্যে দলের পক্ষে সবসময় সেরা ফর্মে থাকা কঠিন।

তিনি আরও বলেন, ‘ওভিয়েডোর হারানোর কিছু ছিল না। তারা সাহসী ছিল, হাই প্রেসিং করেছে এবং আমরা আমাদের সেরা স্তরে খেলিনি- অন্তত প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধ ভালো ছিল। আমাদের একের পর এক ম্যাচ খেলতে হচ্ছে, অনেক ভ্রমণ, রাতে দেরিতে ফেরা- সব মিলিয়ে এমনই চলছে। কোনো ছুটির দিন নেই বললে চলে। এটাও আপনাদের দেখতে হবে। হ্যাঁ, এটি পেশাদার ফুটবল, এটি স্বাভাবিক, এটি তাদের কাজ, তবে আমি দেখতে পাচ্ছি দল তাদের সেরাটা দিচ্ছে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে।’

বার্সা এখন চ্যাম্পিয়নস লিগের দিকে মনোযোগ দিচ্ছে। বুধবার তারা ক্যাম্প ন্যুতে কোপেনহেগেনকে স্বাগত জানাবে। এই জয় তাদের সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার দারুণ সুযোগ দেবে।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মক্কা, মদিনায় ইতেকাফ পালনে নতুন নিয়ম জারি করেছে সৌদি কর্তৃপক্ষ Jan 26, 2026
img
মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান Jan 26, 2026
img
বুঝেছি জীবনে সব লড়াই আমার নয়: স্বস্তিকা মুখোপাধ্যায় Jan 26, 2026
img
ঢাকা-১৮ আসনে এনসিপির প্রার্থী আদিবের ওপর বিএনপির হামলার অভিযোগ Jan 26, 2026
img
রাজবাড়িতে বৌভাতের আসর, মধুমিতা-দেবমাল্যের রিসেপশনে কী কী চমক ছিল? Jan 26, 2026
img
বক্স অফিসে ধুম ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ Jan 26, 2026
img
দেশ ছাড়ার গুঞ্জনকে উড়িয়ে দিয়ে সকাল সকাল বিসিবিতে হাজির বুলবুল Jan 26, 2026
img

প্রধান উপদেষ্টা

গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে নীলফামারীর বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল Jan 26, 2026
img
আইসিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন আমিনুল, ক্রিকবাজ-এর প্রতিবেদনে এ তথ্য উঠে আসে Jan 26, 2026
img
দেবের বিপরীতে বড়পর্দায় কোন ছবিতে দেখা যাবে অঙ্কিতাকে? Jan 26, 2026
img
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জবির সাবেক উপাচার্য মীজানুরকে দুদকে জিজ্ঞাসাবাদ Jan 26, 2026
img
দীর্ঘ অপেক্ষা শেষে পৈতৃক ভিটায় যাচ্ছেন তারেক রহমান Jan 26, 2026
img
নির্ধারিত সময়ের মধ্যে যাদের বাড়ি ভাড়া না হবে, তারা হজ করতে পারবে না: বাংলাদেশকে জানাল সৌদি আরব Jan 26, 2026
img
প্রথমবার 'দিদি নাম্বার ওয়ান'- এর মঞ্চে স্বস্তিকা, বন্ধুকে ডেকে টিকটিকি ধরালেন রচনা! Jan 26, 2026
img
কলম্বোর ছক্কা মাদ্রাজে পড়বে, এসো না- পাকিস্তানকে নিয়ে ভারতের সাবেক অধিনায়ক Jan 26, 2026
img
নির্বাচন পর্যবেক্ষণে থাকছেন কেন্দ্রীয়ভাবে ৭৯৯৭ ও স্থানীয়ভাবে ৪৭৪৫৭ জন : ইসি Jan 26, 2026
img
শাহবাগ থানার সাবেক ওসিসহ ট্রাইব্যুনালে হাজির ৪ আসামি, রায় আজ Jan 26, 2026
img
বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা, এজেন্টদের সরানোর দাবি গভর্নরের Jan 26, 2026
img
সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেয়ার কথা ভাবছে সরকার: অর্থসচিব Jan 26, 2026
img
আজ অভিনেতা ও গায়ক আনন্দ খালেদের জন্মদিন Jan 26, 2026