নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে খুলনা বিভাগে সফর শুরু করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জনসভায় অংশ নেবেন তিনি।
এ উপলক্ষে ভোর থেকেই জেলার নানা প্রান্ত থেকে হাজারো মানুষ আসতে শুরু করেছেন সভাস্থলে।
জামায়াত আমিরের আগমন উপলক্ষে উচ্ছাস প্রকাশ করে আগত নানা বয়সী মানুষ এ অঞ্চলের উন্নয়নে ডা.শফিকুর রহমানের কাছে নানা দাবি তুলে ধরবেন বলেও জানা গেছে৷
তারা জানান, বিগত সরকারগুলো এ অঞ্চলে কাঙ্খিত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন৷
জামায়াত আমির আজ কুষ্টিয়ার পাশাপাশি চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ চার জেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন৷
কেএন/টিকে