না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত উড়িষ্যা সংগীত পরিচালক ও সংগীতশিল্পী অভিজিৎ মজুমদার। রোববার (২৫ জানুয়ারি) সকালে ভুবনেশ্বরের এইমসে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৫৪ বছর বয়স হয়েছিল গায়কের।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিজিতের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে উড়িষ্যা সংগীত ইন্ডাস্ট্রিতে। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, অভিজিতের মৃত্যুতে সিনেমা, সংগীত এবং সাংস্কৃতিক ক্ষেত্রে গভীর শূন্যতা তৈরি হলো।
সংগীত তারকার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত বছর সেপ্টেম্বর মাস থেকে ভুবনেশ্বরের এইমসে ভর্তি ছিলেন অভিজিৎ। প্রথমে কোমায় ছিলেন। পরে ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দেয়া শুরু করেন। হাসপাতালে ভর্তির কয়েক মাস পর শারীরিক অবস্থার উন্নতিও হয়েছিল।
এদিকে হাসপাতাল সূত্রের খবর, অভিজিতের স্নায়ু, নিউমোনিয়া ছাড়াও লিভার সংক্রান্ত একাধিক সমস্যা ছিল। পুষ্টির ঘাটতি ও রক্তজনিত সমস্যাও ছিল তার।
প্রসঙ্গত, ১৯৯১ সালে উড়িষ্যার সংগীত ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু হয় অভিজিতের। দীর্ঘদিনের ক্যারিয়ারে প্রায় সাত শতাধিক গান লিখেছেন। ‘লাভ স্টোরি’, ‘সিস্টার শ্রীদেবী’, ‘গোলমাল লাভ’, ‘মিস্টার মাজনু’, ‘শ্রীমান সুরদাস’র মতো সিনেমায় সংগীত পরিচালনা করেছেন।
এমআর/টিএ