পর্তুগিজ কাপ ও লিগ কাপ থেকে বিদায় নিয়েছে বেনফিকা। ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর আগেই বাদ পড়ার শঙ্কায় লিসবনের ক্লাব।এমন হতশ্রী পারফরম্যান্সের কারণে পর্তুগিজ ক্লাবটির ট্রেনিং সেন্টারে ঢুকে বিক্ষোভ করেছেন সমর্থকরা।
পর্তুগালের সেক্সালে অবস্থিত বেনফিকা ট্রেনিং সেন্টারে প্রায় দুশো জন সমর্থক বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের থেকে চারজনকে ট্রেনিং গ্রাউন্ডে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেখানে তারা বেনফিকা কোচ হোসে মরিনহো, ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি ও টেকনিক্যাল ডিরেক্টর সিমাও সাব্রোসার সঙ্গে কথা আলোচনায় বসেন।
পর্তুগিজ লিগে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে বেনফিকা। ১৮ ম্যাচে ১২ জয় ও ৬ ড্রয়ে ৪২ পয়েন্ট তাদের। লিগ শীর্ষে থাকা পোর্তোর চেয়ে পিছিয়ে ১০ পয়েন্ট ব্যবধানে। ফলে লিগ শিরোপা জেতা কঠিন হয়ে দাঁড়িয়েছে লিসবনের ক্লাবটির জন্য। ২০২২ সালের পর এই প্রথমবার কোনো ট্রফি ছাড়াই মৌসুম শেষ হতে পারে বেনফিকার।
চ্যাম্পিয়নস লিগেও ভালো অবস্থানে নেই বেনফিকা। বৃহস্পতিবার জুভেন্তাসের কাছে ২-০ হেরে ২৯ নম্বরে নেমে গেছে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় ছাড়া নকআউট পর্বে ওঠার সম্ভাবনা নেই পর্তুগিজ ক্লাবটির।
গত বছরের সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো বেনফিকার দায়িত্ব নেন হোসে মরিনহো। ২০২৭ সাল পর্যন্ত পর্তুগিজ ক্লাবটির দায়িত্বে থাকার কথা রয়েছে তাঁর। মরিনহোর অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে ১৫ জয়, ৫ ড্র আর ৬টি ম্যাচ হেরেছে বেনফিকা।
এর আগে ২০০০ সালের সেপ্টেম্বরে মরিনহোকে খণ্ডকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বেনফিকা। ১০ ম্যাচের দায়িত্ব পালনের পর সেই অধ্যায় শেষ হয়ে যায় ডিসেম্বরে।
এমআর/টিএ