তেলুগু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রবি তেজার জন্মদিন আজ। ১৯৬৮ সালে ভারতের অন্ধ্র প্রদেশে জন্ম নেওয়া এই অভিনেতা নিজের পরিশ্রম আর ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে তৈরি করেছেন আলাদা পরিচিতি। রুপালি পর্দায় তাঁর উপস্থিতি মানেই দর্শকের জন্য ভরপুর বিনোদন, অ্যাকশন আর আবেগের মিশেল।
১৯৯০ সাল থেকে চলচ্চিত্রজগতে পথচলা শুরু করেন রবি তেজা। ক্যারিয়ারের শুরুতে বিভিন্ন সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেন তিনি। পর্দার আড়ালেও ছিল তাঁর সক্রিয়তা। সহকারী পরিচালক হিসেবে কাজ করে সিনেমা নির্মাণের নানা দিক কাছ থেকে দেখার সুযোগ পান। সেই অভিজ্ঞতাই পরবর্তী সময়ে তাঁর অভিনয়জীবনে এনে দেয় পরিপক্বতা।
দীর্ঘ লড়াইয়ের পর ১৯৯৯ সালে ‘নি কোসাম’ সিনেমার মাধ্যমে প্রথমবার নায়ক হিসেবে দর্শকের সামনে আসেন রবি তেজা। এই ছবিই তাঁর ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা করে। এরপর একের পর এক সফল সিনেমায় অভিনয়ের মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করেন তিনি।
এ পর্যন্ত ষাটটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন রবি তেজা। অ্যাকশনধর্মী চরিত্র থেকে শুরু করে হালকা মেজাজের গল্পেও সমান স্বচ্ছন্দ এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি নিয়মিত প্রযোজনার কাজেও যুক্ত আছেন তিনি। সিনেমার প্রতিটি দিক নিয়ে ভাবতে ভালোবাসেন বলেই প্রযোজক হিসেবেও তাঁর উপস্থিতি চোখে পড়ার মতো।
জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসছেন রবি তেজা। দীর্ঘ ক্যারিয়ারজুড়ে দর্শকের সঙ্গে তৈরি হওয়া এই বন্ধনই তাঁর পথচলার সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন অনেকে।
পিআর/টিকে