সাবেক ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রিকেট বোর্ড কলঙ্কিত হয়েছে: আমিনুল হক

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। গত শনিবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভূক্ত করা হয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে শ্রীলঙ্কায় ভেন্যু সরিয়ে নেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আইসিসিকে আবেদন জানানো হলেও তা প্রত্যাখ্যান করেছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। কিন্তু প্রথমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই মেগা ইভেন্টে দেখা যাবে না বাংলাদেশকে। নিরাপত্তাহীনতার কারণে নিজেদের ম্যাচের ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার জন্য বাংলাদেশ যে আবেদন করেছিল, তা প্রত্যাখ্যাত হয়েছে। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ভোট টানতে ব্যর্থ হয়েছে বিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ছাড়া আর কোনো বোর্ডই সমর্থন দেয়নি টাইগারদের।

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পেছনে বিসিবির কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করছেন অনেকেই। প্রশ্ন উঠছে বিসিবির বর্তমান বোর্ডের সদস্যদের যোগ্যতা নিয়েও। বর্তমান বোর্ডের গঠন প্রক্রিয়া নিয়েই এবার প্রশ্ন তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হক।

গণমাধ্যমের প্রশ্নের জবাবে আমিনুল বলেন, 'ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে নতুন করে বলতে চাই না। গতকালও (২৫ জানুয়ারি) কথা বলেছি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি প্রশ্নবিদ্ধ ক্রিকেট বোর্ড তৈরি হয়েছে, যেটি ইতোমধ্যেই আপনারা সকলেই জানেন। সেই ক্রিকেট বোর্ডে আমাদের যে সাবেক অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা, তিনি তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই ক্রিকেট বোর্ড তৈরি করে ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছেন এবং আমার ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করেছেন।'

নির্বাচনে বিএনপি জয়লাভ করলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনিয়মকারীদের আইনের আওতায় নিয়ে আসার অঙ্গীকারও করেছেন আমিনুল।

তিনি বলেন, 'এটার (বোর্ড গঠনে অনিয়ম) পেছনে যারাই জড়িত থাকুক না কেনো, ভবিষ্যতে নির্বাচনের পর আল্লাহ আমাদের যদি কবুল করে, এগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কারণ কারো ব্যক্তিগত স্বার্থের জন্য আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হতে পারে না। আমার দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে না।'

ক্রিকেট কূটনীতির অভাবেই বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বলেও মনে করেন জাতয় ফুটবল দলের এই সাবেক অধিনায়ক। তিনি বলেন, 'যেখানে আমরা নিরাপত্তা চেয়েছিলাম, সেটা আমার অধিকার। আমার দেশ আগে, সেটা আমার অধিকার। সেখানে নিরাপত্তা জটিলতার কারণে আজকে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। আমরা যদি আরও সুদূরপ্রসারী চিন্তা করতাম, আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে একটি কূটনৈতিক পরিবেশে আমরা কিন্তু এই সমস্যাটির সমাধান করতে পারতাম। সেখানেও অনেক অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে আমাদের বর্তমান ক্রিকেট বোর্ড।'

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img

শেহবাজ শরিফের সঙ্গে মহসিন নাকভির বৈঠক

বিশ্বকাপ বয়কট করছে না পাকিস্তান Jan 26, 2026
img
ফ্যামিলি ও কৃষক কার্ডের নামে নতুন প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে: গোলাম পরওয়ার Jan 26, 2026
img
মুন্সীগঞ্জে বিএনপির ২ নেতা বহিষ্কার Jan 26, 2026
img

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

অনেক হয়েছে, আর ওয়াশিংটনের নির্দেশে চলবো না Jan 26, 2026
img
২০২৫ সালে বিজিবির অভিযানে ১৯০৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ Jan 26, 2026
img
পদ্মশ্রী পুরস্কার পেয়ে মুখ খুললেন ‘ধুরন্ধর’ খ্যাত আর মাধবন Jan 26, 2026
img
শেষ হলো পিসিবি সভাপতির সঙ্গে পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক Jan 26, 2026
img
নারী কর্মীদের হেনস্তার অভিযোগ, সিইসির দ্বারস্থ জামায়াত Jan 26, 2026
img
স্বাস্থ্যখাতে দুর্নীতি দূরীকরণ ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করবে বিএনপি: ডা. রফিকুল Jan 26, 2026
img
বিদেশে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন শেষ : সারজিস আলম Jan 26, 2026
img

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

'অনেক হয়েছে, আর ওয়াশিংটনের নির্দেশে চলবো না' Jan 26, 2026
img
ব্যালটের মাধ্যমে মানুষ জুলুমের জবাব দেবে: সারজিস Jan 26, 2026
img
হামজাদের নতুন সূচি, প্রীতি ম্যাচ ভিয়েতনামের সঙ্গে Jan 26, 2026
img
সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ছেলে গ্রেপ্তার Jan 26, 2026
img
কারাবন্দিদের প্যারোলে মুক্তির বিষয়ে নতুন নীতিমালা জারি Jan 26, 2026
img
সিনেমা হলে ভাঙচুর, বিজয়ের ভক্তকে মারধর করলেন অজিত ভক্তরা! Jan 26, 2026
img
ফিক্সিংয়ের দায়ে একই ক্লাবের গ্রেপ্তার ১৭ Jan 26, 2026
img
ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেবেন: তারেক রহমান Jan 26, 2026
img
টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির পরিবারের উষ্ণ মুহূর্ত, নজর কাড়ল সবার Jan 26, 2026
img
উপজেলা থেকেই ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়তে হবে : ফয়েজ তৈয়্যব Jan 26, 2026