মঞ্চে মৌনীর হেনস্তা’য় গর্জে উঠলেন শুভশ্রী

ভরা মঞ্চে এক অভিনেত্রীর সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্তার ঘটনায় আবারও আলোচনায় নারী নিরাপত্তা ও সম্মান। বলিউড অভিনেত্রী মৌনী রায়ের শেয়ার করা অভিজ্ঞতা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন টলিউডের তারকা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর কণ্ঠে ছিল তীব্র প্রতিবাদ, যন্ত্রণার পাশাপাশি রাগ আর হতাশার স্পষ্ট প্রকাশ।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়েন মৌনী রায়। সোশাল মিডিয়ায় নিজেই সেই ঘটনার কথা জানান অভিনেত্রী। মৌনীর বর্ণনায়, কার্নালে একটি অনুষ্ঠানে মঞ্চের দিকে হাঁটার সময় দু’জন বয়স্ক অতিথি তাঁর সঙ্গে ছবি তোলার অজুহাতে অশালীন আচরণ করেন। অভিনেত্রীর কোমরে হাত দেওয়া থেকে শুরু করে অশোভন স্পর্শ সবই ঘটে প্রকাশ্য মঞ্চে, অসংখ্য মানুষের সামনে। মৌনী জানান, তিনি সঙ্গে সঙ্গেই আপত্তি জানান এবং হাত সরাতে বলেন।

কিন্তু সেখানেই শেষ নয়। মৌনীর অভিযোগ, মঞ্চে ওঠার পর পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে। ওই দুই ব্যক্তি অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন, এমনকি গোলাপের পাঁপড়ি ছুড়ে দেন তাঁর দিকে। প্রথমে ভদ্রভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বিরক্ত হয়ে মাঝপথেই মঞ্চ ছাড়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। পরে আবার মঞ্চে ফিরে আসতেই সেই অভব্য আচরণ থামে। এই গোটা ঘটনায় তিনি নিজেকে লজ্জিত ও আতঙ্কিত বলে জানিয়েছেন এবং কর্তৃপক্ষের কাছে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন।

এই ঘটনার প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রাম স্টোরিতে তীব্র ভাষায় প্রতিবাদ জানান শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি লেখেন, ২০২৬ সালে দাঁড়িয়েও মহিলাদের এইভাবে হেনস্তার শিকার হতে হচ্ছে, ভাবতেই রক্ত ফুটে উঠছে। সমাজের যে স্তরেরই হোন না কেন, মহিলাদের এখনও ভোগ্যপণ্য হিসেবে দেখা হচ্ছে এই বাস্তবতা অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন শুভশ্রী। মৌনীর সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে তিনি লেখেন, এই প্রতিবাদ শুধু এক জনের নয়, সমস্ত মহিলার হয়ে ওঠা উচিত। মৌনীর পাশে দাঁড়িয়ে তাঁকে শক্ত থাকার বার্তাও দেন অভিনেত্রী।



নিজেও বারবার কটাক্ষ ও ট্রোলের মুখে পড়েও চুপ না থেকে প্রতিবাদে সরব হয়েছেন শুভশ্রী। সেই অভিজ্ঞতা থেকেই হয়তো তাঁর এই ক্ষোভ আরও তীব্র হয়ে উঠেছে। মৌনীর ঘটনার মাধ্যমে ফের একবার সামনে এল, তারকা পরিচয় থাকলেও নারীরা কতটা অসুরক্ষিত, বিশেষ করে প্রকাশ্য মঞ্চে।

এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, তা স্পষ্ট নয়। তবে মৌনী রায়ের প্রকাশ্যে আনা অভিজ্ঞতা এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রতিবাদ নতুন করে প্রশ্ন তুলেছে কবে থামবে এই হেনস্তা, আর কবে মহিলারা নিরাপদ বোধ করবেন মঞ্চে, রাস্তায়, কিংবা সমাজের যে কোনও পরিসরে।

পিআর/টিকে



Share this news on:

সর্বশেষ

img
মুন্সীগঞ্জে বিএনপির ২ নেতা বহিষ্কার Jan 26, 2026
img

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

অনেক হয়েছে, আর ওয়াশিংটনের নির্দেশে চলবো না Jan 26, 2026
img
২০২৫ সালে বিজিবির অভিযানে ১৯০৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ Jan 26, 2026
img
পদ্মশ্রী পুরস্কার পেয়ে মুখ খুললেন ‘ধুরন্ধর’ খ্যাত আর মাধবন Jan 26, 2026
img
শেষ হলো পিসিবি সভাপতির সঙ্গে পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক Jan 26, 2026
img
নারী কর্মীদের হেনস্তার অভিযোগ, সিইসির দ্বারস্থ জামায়াত Jan 26, 2026
img
স্বাস্থ্যখাতে দুর্নীতি দূরীকরণ ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করবে বিএনপি: ডা. রফিকুল Jan 26, 2026
img
বিদেশে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন শেষ : সারজিস আলম Jan 26, 2026
img

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

'অনেক হয়েছে, আর ওয়াশিংটনের নির্দেশে চলবো না' Jan 26, 2026
img
ব্যালটের মাধ্যমে মানুষ জুলুমের জবাব দেবে: সারজিস Jan 26, 2026
img
হামজাদের নতুন সূচি, প্রীতি ম্যাচ ভিয়েতনামের সঙ্গে Jan 26, 2026
img
সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ছেলে গ্রেপ্তার Jan 26, 2026
img
কারাবন্দিদের প্যারোলে মুক্তির বিষয়ে নতুন নীতিমালা জারি Jan 26, 2026
img
সিনেমা হলে ভাঙচুর, বিজয়ের ভক্তকে মারধর করলেন অজিত ভক্তরা! Jan 26, 2026
img
ফিক্সিংয়ের দায়ে একই ক্লাবের গ্রেপ্তার ১৭ Jan 26, 2026
img
ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেবেন: তারেক রহমান Jan 26, 2026
img
টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির পরিবারের উষ্ণ মুহূর্ত, নজর কাড়ল সবার Jan 26, 2026
img
উপজেলা থেকেই ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়তে হবে : ফয়েজ তৈয়্যব Jan 26, 2026
img
ডিএনসিসি প্রশাসক এজাজকে দুদকে তলব Jan 26, 2026
img

ফরিদপুর-৪ আসন

কাফনের কাপড় পরে নির্বাচনী প্রচারণায় জাতীয় পার্টির প্রার্থী-সমর্থকরা Jan 26, 2026