বলিউড অভিনেত্রী দিশা পাটানি আবারও প্রকাশ্যে এনেছেন সহশিল্পী টাইগার শ্রফকে ঘিরে তাঁর দীর্ঘদিনের অনুভূতির কথা। ‘বাগি টু’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই টাইগারের প্রতি আলাদা টান অনুভব করেন তিনি। সাম্প্রতিক এক খোলামেলা স্বীকারোক্তিতে দিশা জানান, শুধু বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে টাইগারের নজর কাড়তেই তিনি নিজেকে ভেঙে গড়েছেন, শিখেছেন জিমন্যাস্টিকস, এমনকি ছবির জন্য আগুনের রিংয়ের ভেতর দিয়ে ঝাঁপ দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ স্টান্টও করেছেন।
দিশার কথায়, এসব প্রচেষ্টার পেছনে একটাই উদ্দেশ্য ছিল টাইগারের কাছে নিজেকে আলাদা করে তুলে ধরা। তবে বাস্তবে দেখা যাচ্ছে, প্রকাশ্যে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে টাইগার এখনো তাঁকে ‘ভালো বন্ধু’ হিসেবেই উল্লেখ করছেন। বিষয়টি দিশা মেনে নিলেও তাঁর কথায় স্পষ্ট ইঙ্গিত, তিনি এর চেয়েও বেশি কিছু প্রত্যাশা করেন। তাঁর মতে, সম্পর্কের ক্ষেত্রে কেউ না কেউ তো প্রথম পদক্ষেপ নেবেই, কেউ একজনকে বরফ ভাঙতে হবে, মুখ খুলতে হবে।
এই বক্তব্যে যেমন আছে আশা, তেমনই লুকিয়ে রয়েছে কিছুটা হতাশাও। দিশা বুঝিয়ে দিয়েছেন, নীরবতায় আটকে না থেকে তিনি স্পষ্টতা চান। অপ্রকাশিত অনুভূতি নাকি দুজনের ভিন্ন প্রত্যাশা ঠিক কোন জায়গায় গিয়ে এই সম্পর্ক থমকে আছে, তা এখনো অস্পষ্ট। তবে একটি বিষয় পরিষ্কার, নিজের মনের কথা আর আড়াল করতে চাইছেন না দিশা পাটানি। এখন দেখার বিষয়, এই ইঙ্গিতের পর টাইগার শ্রফ কোনো পদক্ষেপ নেন কি না, নাকি বলিউডের সবচেয়ে আলোচিত অনিশ্চিত সম্পর্কের তালিকায়ই থেকে যাবে এই সমীকরণ।
এমকে/টিএ