নির্বাচনী প্রচারণার সময় ১১ দলীয় জোটের ঢাকা-১৮ আসনের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্ববায়ক আরিফুল ইসলাম আবিদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর খিলক্ষেতের ডুমনি বাজার এলাকায় গণসংযোগকালে তার ওপর হামলার ঘটনা ঘটে।
এতে তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। সকালে ঢাকা মেডিকেল কলেজে গণসংযোগ গিয়ে এ নিন্দা জানান তিনি। বলেন, আগে আওয়ামী লীগ হামলা করত। এখন বিএনপি হামলা করছে।
কেউ যদি ভোট কেড়ে নিতে চায় সেক্ষেত্রে সর্বোচ্চ শক্তি প্রয়োগের কথাও জানান এনসিপির এই নেতা। বলেন, হামলা-মামলা করে নির্বাচন ঠেকানো যাবে না।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন (ইসি) লেভেল প্লেয়িং ফিল্ড ধরে রাখতে পারছে না। তারা একটি দলের প্রতি বধির ও অন্ধ হয়ে আছে বলেও অভিযোগ করেন তিনি।
এসময় মাঠে নির্বাচনী বিধি ভঙ্গের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচিত হলে ডাক্তারদের ন্যায্য মর্যাদা, শক্তিশালী স্বাস্থ্যখাত, ঢামেকের ভুতুরে অবস্থা দূর করে আধুনিকায়নের আশ্বাস দেন তিনি। বলেন, গণভোটে 'হ্যাঁ' দিয়ে পুরাতন বন্দোবস্তকে বিদায় দিতে হবে।
এসএস/এসএন