বিএনপির মধ্যে কিছু অসাধু লোক রয়েছে যারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৬ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নে এক নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যারা নিজের লোক ফেলে পালিয়ে যায়, তেমন নেতা বিএনপি চায় না।
এবারের নির্বাচনকে ভিন্নতর উল্লেখ করে তিনি আরও বলেন, গত ১৫ বছর মানুষ কথা বলার সুযোগ পায়নি এবং যারা ভোট দিতে চেয়েছিল তাদের মামলা দিয়ে জেলে ভরা হয়েছিল। তবে এবার নির্বিঘ্নে সবাই ভোট দিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগকালে ফখরুল দেশ ও এলাকার সার্বিক উন্নয়নের জন্য নানা প্রতিশ্রুতি দেন এবং ভোটারদের সাহসের সাথে কেন্দ্রে আসার আহ্বান জানান।
এসএস/এসএন