কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলাম বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন অলি এবং অত্যন্ত সৎ মানুষ। তার সততা ও নীতির কারণেই আজও বিএনপি একটি জনপ্রিয় ও শক্তিশালী দল হিসেবে টিকে আছে।’
রোববার (২৫ জানুয়ারি) রাতে সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নে বিএনপির আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মাজহারুল ইসলাম বলেন, ‘পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান সৎ জীবন যাপন করেছেন, কিন্তু শহীদ জিয়ার মতো এত সৎ এবং স্বজনপ্রীতির ঊর্ধ্বে কেউ ছিলেন না। তিনি প্রেসিডেন্ট হওয়ার পরও কোনো আত্মীয়-স্বজনকে তার বাসায় থাকতে দেননি। একদিন গভীর রাতে তার শ্বশুর-শাশুড়িও বাসার গেট থেকে ফিরে যেতে বাধ্য হয়েছেন। তার ভাইয়েরাও কেউ তার বাসায় থাকতে পারেননি।’
তিনি আরও বলেন, ‘তিনি ছিলেন একজন অলি। আজ তার সেই সততার কারণেই বিএনপি টিকে আছে এবং এই দল আজও জনগণের কাছে এত জনপ্রিয়।’