জাপান সাগরের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) টোকিও এই খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ আরো বলেছেন, তারা সিউলের পূর্ব সাগরের দিকে একটি ‘প্রক্ষেপণ" শনাক্ত করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাপানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, তারা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে এবং দুটি ইতিমধ্যেই বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে জাপানি সংবাদ সংস্থা জিজি প্রেস জানিয়েছে, দুটি ক্ষেপণাস্ত্র দেশটির এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে পড়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই অভিযানের লক্ষ্য হল নির্ভুল আঘাত হানার ক্ষমতা উন্নত করা, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে চ্যালেঞ্জ জানানো এবং রাশিয়ায় অস্ত্র রপ্তানি করার আগে অস্ত্র পরীক্ষা করা।
পিয়ংইয়ং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার ক্ষমতাসীন দলের একটি ঐতিহাসিক কংগ্রেসও আয়োজন করতে চলেছে, গত পাঁচ বছরের মধ্যে এটিই প্রথম। সেই সম্মেলনের আগে নেতা কিম জং উন দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে এবং আধুনিকীকরণের নির্দেশ দিয়েছেন।
সূত্র : এএফপি
আইকে/এসএন