ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাদের ওপর ছাত্রদল ও মির্জা আব্বাসের বাহিনীর হামলায় আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম। আগামী ১২ তারিখে ভোটের মাধ্যমে এসবের বিচার করবেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফকিরাপুল এলাকায় একটি মিলনায়তনে দুপুরে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, এখন সিদ্ধান্ত নিতে হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে- দলে সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন, নাকি তাদের বহিষ্কার করবেন। এমনকি তিনি তারেক রহমানের কাছে মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারেরও দাবি জানান।
তিনি আরও বলেন, ভোটে জিতি বা না জিতি, ঢাকা-৮ এলাকায় কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেবে না- এটাই আমার অঙ্গীকার। তিনি ১২ তারিখের ভোটে জনগণ সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে বলে আশাবাদ প্রকাশ করেন।
অন্যদিকে, আঘাত আসলে পাল্টা আঘাত করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামী ১২ তারিখ ভোটের দিন জনগণ নির্ধারণ করবে কে বেয়াদব আর কে গ্যাংস্টার। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এনসিপির তরুণ প্রার্থীদের টার্গেট করা হচ্ছে।
তিনি আরও বলেন, ছাত্রদলের চিহ্নিত ক্যাডাররা মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেকের সম্মতিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছে বলেও দাবি করেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে নাসিরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। জানা গেছে, হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে নাসিরুদ্দীন পাটওয়ারী সেখানে উপস্থিত হন। সেখানে শুরুতেই গেটে বাধার মুখে পড়েন এনসিপির এ নেতা। পরে অনেক ধস্তাধস্তি হয় সেখানে। সেই সাথে ডিম নিক্ষেপেরও ঘটনা ঘটে।
এর আগে, গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নাসিরুদ্দীন পাটওয়ারীর গণসংযোগে ডিম নিক্ষেপ করে অজ্ঞাত ব্যক্তিরা। ডিম নিক্ষেপের সেই ভিডিও তখন ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, ভবনের ওপর থেকে একাধিক ডিম নিক্ষেপ করা হয়। আরেকটি ভিডিওতে নোংরা পানিও ছুড়ে মারতে দেখা গেছে।
এসকে/এসএন