এক সময়ে ছিলেন স্কুলের বন্ধু। সিনেদুনিয়ার ঝলমলে আলোতেও ভাঁটা পড়েনি তাদের সম্পর্কের। বলিউডের যে কোনো হাইপ্রোফাইল পার্টি, অনুষ্ঠানে দেখা হলেই একে-অপরকে কাছে টেনে ফিল্মি স্টাইলে কুশল বিনিময় করতে দেখা যেত সারা আলি খান এবং ওরিকে। কিন্তু রাতারাতি কী এমন ঘটল, যার জন্যে বেস্ট ফ্রেন্ডের সমীকরণ বদলে সাপে-নেউলে সম্পর্ক হলো দুই তারকার? সারা-ওরির ভার্চুয়াল বাকবিতণ্ডা নিয়ে নেটদুনিয়ের চলছে বেশ আলোচনা-সমালোচনার ঝড়।
শুরুটা অবশ্য ওরহান আত্রামানি ওরফে ওরির পক্ষ থেকে হয়েছে। বলিউডের এই সেলেব ইনফ্লুয়েন্সার আচমকাই সারা আলি খানকে ধারাবাহিকভাবে কটাক্ষ করা শুরু করেন। সম্প্রতি এক ভিডিওতে ওরিকে বলতে শোনা যায়, সারা, অমৃতা, পলক- এই তিনটে নাম অত্যন্ত খারাপ।
একথা কারও অজানা নয় যে, সারা আলি খানের মা তথা সইফের প্রথম পক্ষের স্ত্রীয়ের নাম অমৃতা সিং। অন্যদিকে বলিপাড়ায় কান পাতলেই বছর দেড়েক ধরে সারার ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে পলক তিওয়ারির প্রেমের গুঞ্জন শোনা যায়। আর ওরির এই মন্তব্যের পরই কোনো রকম প্রতিক্রিয়া না দিয়ে সারা-ইব্রাহিম দুজনেই ওরিকে ইনস্টাগ্রামে আনফলো করে দেন। তবে আলোচনা এখানেই বন্ধ হয়নি। বরং ওরি আরও একধাপ এগিয়ে নবাবকন্যার কেরিয়ারকে কালিমালিপ্ত করার চেষ্টা করেন। সেটাও ভীষণ ন্যাক্কারজনকভাবে।
আরেক ভিডিওতে ওরিকে দেখা যায় কালো নেটের গেঞ্জিতে স্বচ্ছ হয়ে উঠেছে ভিতরে থাকা সাদা ব্রা এবং তার স্ট্র্যাপ। সেলেব ইনফ্লুয়েন্সারের এহেন উদ্ভট সাজপোশাক দেখে একজন প্রশ্ন করেন, ওই অন্তর্বাসে ঠিক কী ধরে রেখেছেন আপনি? আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অযাচিতভাবে সারা আলি খানের নাম উল্লেখ করেন ওরি।
তিনি বলেন, আমার এই অন্তর্বাসে সারার কেরিয়ারের হিট ছবিগুলো ধরে রেখেছি। এরপর আর দুয়ে দুয়ে চার করতে বাকি থাকে না যে, ইচ্ছে করেই নবাবকন্যার সঙ্গে পায়ে পা দিয়ে বিবাদে জড়িয়েছেন ওরি! এই অযাচিত আক্রমণের জেরে নেটদুনিয়ায় সমালোচিত হতে হচ্ছে তাকে।
যদিও সারা এ প্রসঙ্গে সরাসরি কোনো রকম প্রতিক্রিয়া দেননি, তবে আকার ইঙ্গিতে বিক্রম সরকারের নাম চলে গানটি শেয়ার করে লিরিকসের মাধ্যমেই বুঝিয়ে দিয়েছেন, সুবোধ বালকরা বিবাদে জড়ায় না! যে পোস্ট নিয়ে বলিপাড়ার অন্দর মহলে চলছে গুঞ্জন। সবমিলিয়ে সারা-ওরির এই আদায়-কাঁচকলায় সম্পর্ক এখন টক অফ দ্য টাউন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আইকে/এসএন