কিছু দিন পর পর তার সুরে পুরো দেশ নাচে। তার গাওয়া-সুর করা গান মুহূর্তকে করে তোলে আরও আনন্দঘন। তিনি মাঝে মাঝে অভিনয়ও করেন। সেসব কাজও দর্শকরা গ্রহণ করে তুমুল উৎসাহে। তিনি এসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা প্রীতম হাসান।
আজ (২৭ জানুয়ারি) তার জন্মদিন। এই দিনের বিশেষ উপহার হিসেব প্রীতম ভক্তরা পেলেন মেহজাবীন-চমক!
অর্থাৎ সময়ের অন্যতম অভিনেত্রী মেহজাবীনকে সঙ্গে নিয়ে দিলেন অভিনয়ের নতুন খবর। তাও আবার প্রথমবার দুজনে জুটি হওয়া বলে কথা!
তাও আবার চরকি সিরিজ এটি। নাম ‘ক্যাকটাস’। নির্মাতা আবার শিহাব শাহীন। সব মিলিয়ে প্রীতমের জন্মদিনে যেন উপহারের বোমা ফাটালো চরকি।
‘ক্যাকটাস’ সিরিজে নিজের চরিত্রটির ধারণা দিতে গিয়ে প্রীতম হাসান বলেন, ‘আমার চরিত্রটি দক্ষ, তীক্ষ্ণ, ক্ষিপ্র, একইসঙ্গে পথভ্রষ্ট!’
অন্যদিকে মেহজাবীন চৌধুরীও আজকাল কাজে যুক্ত হচ্ছেন খুব বুঝে-শুনে। গল্পে নিজের চরিত্রে সেই পরিমাণ চ্যালেঞ্জ বা চমক না থাকলে নতুন কোনও কাজে যুক্ত হচ্ছেন না তিনি।
মেহজাবীন বলেন, ‘যেভাবে কাজ কমিয়ে দিয়েছি, নতুন কোনও কাজে ওই পরিমাণ চমক বা চ্যালেঞ্জ না থাকলে আমি যুক্ত হই না। আমার মনে হয়েছে এই চরিত্রটা আমার ছেড়ে দেয়া উচিত হবে না। হতে পারে, এমন চরিত্র আমি আর কখনও পাবো না।’
শিহাব শাহীন প্রথম থেকেই ‘মরীচিকা’, ‘সিন্ডিকেট’, ‘অ্যালেন স্বপন’-এর মতো থ্রিলার নির্মাণের মাধ্যমে দর্শকদের চমকে দিয়ে আসছেন। ‘ক্যাকটাস’ এর ব্যতিক্রম হবে না। বরং এটি আরও অনেক বড় পরিসরের গল্প। শিহাব শাহীন বলেন, ‘‘ম্যাসিভ লেভেলে কাজ করার ক্ষেত্রে আমাদের পুরো ইন্ডাস্ট্রির একটা লিমিটেশন আছে। সেগুলোকে বিবেচনা করে ‘ক্যাকটাস’- কে যতটা বড় করা যায় সেটা আমরা করছি। আশা করছি সেই ভিশনে আমরা আগাতে পারবো।’