টলিপাড়ার অভিনেতা সায়ক চক্রবর্তী এবং সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দীর বন্ধুত্ব দীর্ঘদিনের। দেবলীনাকে যারা কাছ থেকে চেনেন, তারা জানেন—সবচেয়ে কঠিন সময়েও সায়কই ছিলেন তাঁর পাশে। সম্প্রতি এক আত্মহত্যার চেষ্টা করার পর দেবলীনা প্রথমে সায়কের কাছে মেসেজ পাঠিয়েছিলেন। বন্ধুর দ্রুত তৎপরতার কারণে গায়িকা নতুন জীবন পেয়েছেন।
কিন্তু সেই ঘটনার পর থেকেই সমাজমাধ্যমে দুইজনের সম্পর্ক নিয়ে অযথা কটাক্ষ শুরু হয়। সম্প্রতি দেবলীনা এবং তাঁর মায়ের সঙ্গে একটি বুটিকে কেনাকাটা করতে গিয়েছিলেন সায়ক। সেই মুহূর্তের ছবি ও ভ্লগ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর কমেন্ট বক্সে কুরুচিকর মন্তব্য ছড়িয়ে পড়ে। এক নেটিজেন লিখেছেন, ‘লজ্জা বলে কিছু নেই? আর কোনো বন্ধু নেই পরের বউয়ের সঙ্গে ঘুরতে? ছিঃ।’
দেবলীনাকে ‘পরের বউ’ বলে কটাক্ষ করা হলে সায়ক চুপ থাকেননি। পালটা জবাবে তিনি লিখেছেন, ‘লজ্জা কেন করব? লজ্জাজনক তো কোনো কাজ করিনি। লজ্জা হওয়া উচিত তাদের, যারা মন্তব্য করার আগে ভাবেন না।’ সায়কের এই স্পষ্ট জবাব ইতিমধ্যেই নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।
চলতি মাসের শুরুতেই দেবলীনা ও তাঁর স্বামী প্রবাহ নন্দীর দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে। ফেসবুক লাইভে দেবলীনা অভিযোগ করেছিলেন, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির তরফে তাঁর ওপর চরম মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল। এমনকি মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্যও তাঁকে বাধ্য করা হচ্ছিল। এই মানসিক যন্ত্রণার জেরেই দেবলীনা আত্মহত্যার চেষ্টা করেন এবং কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সেই সময়ে দেবলীনা ছিলেন সায়কের রক্ষাকবচের মতো। শুধুমাত্র শারীরিক অবস্থার খবর নয়, তিনি নিয়মিত অনুরাগীদেরও অবহিত করতেন। এই প্রেক্ষাপটে বন্ধুর সঙ্গে কেনাকাটা বা সময় কাটানো কোনো অন্যায় নয়, তা স্পষ্ট করেছেন অভিনেতা। কুরুচিকর মন্তব্যের তোয়াক্কা না করে দেবলীনা এবং সায়কের এই অটুট বন্ধুত্ব এখন টলিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ইউটি/টিএ