বলিউডের অন্যতম জনপ্রিয় এবং আলোচিত জুটি সাইফ আলি খান ও কারিনা কাপুর। দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনে তারা একে অপরের পরিপূরক হিসেবেই পরিচিত। সাইফের প্রেমে কারিনা বরাবরই মশগুল, বিভিন্ন সাক্ষাৎকারে সে কথা অবলীলায় স্বীকারও করেছেন ‘বেবো’।
তবে দীর্ঘ এই পথচলায় নবাব-পত্নীর মনে জমা হয়ে আছে একরাশ আক্ষেপ আর ছোট ছোট কিছু অভিযোগ। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানান, তাদের প্রথম সন্তান তৈমুরের জন্মের সময় এক মুহূর্তের জন্যও স্বামী সাইফকে পাশে পাননি তিনি। অথচ তার ভাই রণবীর কাপুরের ক্ষেত্রে চিত্রটা ছিল একেবারেই ভিন্ন।
রণবীর নিজেই জানিয়েছিলেন, কন্যা রাহার জন্মের সময় তিনি টানা এক সপ্তাহ আলিয়া ভাটের সঙ্গে হাসপাতালে ছিলেন। ভাইয়ের মুখে এই আদুরে অভিজ্ঞতার কথা শুনেই আক্ষেপ ঝরে পড়ে কারিনার কণ্ঠে। তিনি জানান, তৈমুরের জন্মের সময় একদিনের জন্যও হাসপাতালে ছিলেন না সাইফ।
তবে এই আক্ষেপ থাকলেও সন্তানদের প্রতি সাইফের ভালোবাসায় কোনো কমতি দেখেন না কারিনা। ননদ সোহা আলি খানের একটি অনুষ্ঠানে হাজির হয়ে কারিনা জানান, মা হিসেবে তিনি যতটা চটপটে বা তৎপর, বাবা হিসেবে সাইফ ঠিক ততটাই ধীরস্থির এবং শান্ত স্বভাবের।
কারিনার মতে, সন্তানদের জন্য সাইফই শ্রেষ্ঠ পিতা। শুধু তৈমুর ও জেহ-এর প্রতি নয়, সাইফ তার আগের সংসারের দুই সন্তান সারা আলি খান এবং ইব্রাহিমের প্রতিও সমান যত্নশীল ও দায়িত্ববান। তাদের সব আবদার মেটানো থেকে শুরু করে আগলে রাখার বিষয়ে সাইফ সবসময়ই তৎপর।
এসএন