টলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের মেয়ে কৃশভি জন্মের পর থেকেই সামাজিক মাধ্যমে আলাদা করে নজর কাড়ছে। কখনও বাবার কোলে আদুরে আবদার, কখনও মায়ের সঙ্গে খুনসুটিতে ভরা মুহূর্ত ছোট্ট কৃশভির প্রতিটি উপস্থিতিই মন ছুঁয়ে যাচ্ছে দর্শকদের। তবে এবার ভাইরাল হওয়া একটি ভিডিও যেন আগের সব ভালোবাসাকে ছাপিয়ে গেল।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, জনপ্রিয় বাংলা ছড়া ‘হাট্টিমাটিম টিম’-এর তালে তালে নাচছে কৃশভি। সরস্বতী পূজোর দিনে বাবার সঙ্গে খেলতে খেলতেই হঠাৎ নাচে মেতে ওঠে সে। পরনে ছিল হলুদ শাড়ি, ছোট্ট হাতে নাচের মুদ্রা, মুখভরা মিষ্টি হাসি সব মিলিয়ে দৃশ্যটি হয়ে ওঠে চোখ জুড়োনো। অনেক দর্শকের চোখে পড়েছে, কৃশভির এক্সপ্রেশন ও ছন্দে স্পষ্টভাবে ধরা পড়েছে বাবা কাঞ্চন মল্লিকের ছাপ।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয় ভালোবাসার ঢল। অনেকে মন্তব্য করেছেন, কৃশভির শরীরী ভাষা ও মুখের ভঙ্গি একেবারেই বাবার মতো। আবার কেউ কেউ লিখেছেন, এত অল্প বয়সেই তাল ও অভিব্যক্তির এমন বোঝাপড়া ভবিষ্যতে তারকা হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। শ্রীময়ী চট্টরাজ ভিডিওটি শেয়ার করার পর থেকেই আশীর্বাদ ও ভালোবাসার বার্তায় ভরে ওঠে মন্তব্যের ঘর।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাসে জন্ম হয় কৃশভির। দেখতে দেখতে ইতিমধ্যেই ১৪ মাস পূর্ণ করেছে সে। কাঞ্চন ও শ্রীময়ী তাঁদের মেয়ের বেড়ে ওঠার নানা মুহূর্ত নিয়মিতভাবেই দর্শকদের সঙ্গে ভাগ করে নেন। অক্ষয় তৃতীয়ার দিন ইসকন মন্দিরে কৃশভির অন্নপ্রাশন অনুষ্ঠানে প্রথমবার প্রকাশ্যে আসে তার মুখ। সেদিন থেকেই নেটিজেনদের একটাই মত কৃশভি যেন বাবারই প্রতিচ্ছবি।
এমকে/টিএ