আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। নির্বাচন সামনে রেখে প্রার্থীদের প্রচার, প্রতিশ্রুতি আর জনসংযোগে সরগরম রাজনৈতিক মাঠ। এই প্রেক্ষাপটে নির্বাচনী প্রতিশ্রুতি ও নিজের চাওয়া পাওয়া নিয়ে অভিমত জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।
দেশের একটি গণমাধ্যম অনলাইনের সঙ্গে আলাপকালে তৌসিফ মাহবুব বলেন, যারা শুধুই মুখে নয়, বরং অন্তর থেকে জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়নের সাহস ও সদিচ্ছা রাখেন- তারাই নির্বাচনে জয়ী হোন।
তার ভাষায়,“আপনারা প্রমিজগুলো রাখবেন, জনগণ হিসেবে আমরা এটুকুই চাই।”
নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে অতীত অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন এই অভিনেতা। তিনি বলেন,“আগে অনেকবার আমরা ধোঁকা খেয়েছি। আর ধোঁকা খেতে চাই না।”
তার মতে, বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে সাধারণ মানুষের মধ্যে যেমন হতাশা তৈরি হয়েছে, তেমনি হতাশ হয়েছেন দেশের অনেক তারকাও।
‘ধোঁকা’ শব্দটি ব্যবহার করে তৌসিফ আরও বলেন,“বারবার ধোঁকা খাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি অনেক সেলিব্রেটিরাও বলেছে, বাংলাদেশ কোনোদিন ঠিক হবে না। তারা এদেশে থাকবে না।”
তবে তিনি নিজে সেই ভাবনার সঙ্গে একমত নন। দেশপ্রেমের জায়গা থেকে নিজের অবস্থান স্পষ্ট করে তৌসিফ মাহবুব বলেন,“আমি জন্মের পর থেকে দেশের একটি গণমাধ্যমকে পাগলের মতো ভালোবাসি। অবুঝ বাচ্চাদের মতো দেশটাকে ভালোবাসি।”
আশাবাদী কণ্ঠে তিনি যোগ করেন,“আমি মন থেকে বিশ্বাস করি, বাংলাদেশ রাজনীতি হোক বা সংস্কৃতি দিয়ে হোক—একদিন পৃথিবীতে অনেক ভালো অবস্থানে যাবে।”
এসকে/এসএন