সেলেবদের শখ-আহ্লাদ নিয়ে চর্চার শেষ নেই। কেউ বিদেশি পোষ্য কেনেন, কেউ লাখ টাকার অন্তর্বাস সংগ্রহে রাখেন, আবার কেউ শখের বশে মুহূর্তে উড়িয়ে দেন কোটি কোটি টাকা। তবে এবার বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশা নিজেই এমন এক অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন, যা শুনে চোখ কপালে উঠছে অনুরাগীদের।
ঝোঁকের বশে সাড়ে ১২ কোটি রুপি খরচ করে ফেলেছিলেন, অথচ মাত্র ১৫ মিনিটেই সব উত্তেজনা শেষ! সেই সিদ্ধান্তের জন্য আজও নাকি আফসোস তাড়া করে বেড়াচ্ছে বাদশাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে র্যাপার জানান, মাসখানেক আগে তিনি ১২.৪৫ কোটি রুপি দিয়ে কিনেছেন বিলাসবহুল রোলস রয়েস কুলিনান সিরিজ ২। এই গাড়ির মালিক হওয়ার সুবাদে মুকেশ আম্বানি, শাহরুখ খান, অজয় দেবগনের মতো তারকাদের সঙ্গে একই তালিকায় জায়গা করে নেন বাদশা। খবর প্রকাশ্যে আসতেই বিটাউনে শুরু হয় তুমুল শোরগোল।
তবে এত দাম দিয়ে গাড়ি কেনার আনন্দ যে দীর্ঘস্থায়ী হয়নি, তা নিজেই স্বীকার করেছেন র্যাপার।
বাদশার কথায়, “ওই গাড়িটা কেনা একেবারেই হঠকারী সিদ্ধান্ত ছিল। সেদিন ঠিক করেছিলাম, আজই কিনতে হবে। ঝোঁকের বশে তাড়াহুড়ো করে কিনে ফেলি। প্রথমে নিজেকে রাজা-রাজা মনে হচ্ছিল।
কী অসাধারণ গাড়ি! কিন্তু দশ-পনেরো মিনিটের মধ্যেই উত্তেজনাটা কেমন যেন মিলিয়ে গেল।”
কিন্তু কেন এমন অনুভূতি? বাদশা জানান, গাড়ি কেনার পরই তাঁর মাথায় ঘুরতে শুরু করে- এর পর কী কিনবেন? সাড়ে ১২ কোটি রুপি খরচ করে যে শখ পূরণ হয়েছিল, সেই শূন্যতাই নাকি আরো বেশি করে অনুভব করতে থাকেন তিনি।
এই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বাদশা স্বীকার করেছেন, দামি জিনিসের প্রতি তাঁর বরাবরই দুর্বলতা রয়েছে। চোখে পড়লেই নিজেকে সামলাতে পারেন না- আর সেই কারণেই আজও রোলস রয়েস কেনার সিদ্ধান্তটা মনে পড়লেই কপাল চাপড়াতে হয় তাঁকে।
এমআই/এসএন